X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন, ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৯

নির্বাচন কমিশন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের বিভিন্ন দলের ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু হওয়ার পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ৭ নভেম্বর এই আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মারা যান। এরপর গত ১ ডিসেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষাণা করে নির্বাচন কমিশন।
মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২ ডিসেম্বর থেকে থেকে আমরা মনোনয়নপত্র দেওয়া শুরু করেছি। ইতোমধ্যে বিভিন্ন দলের মোট ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।’
জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহ করা ৯ জনের মধ্যে ৬ জন আওয়ামী লীগের, একজন বিএনপির, একজন জাতীয় পার্টির এবং অন্যজন বিএনএফ’র প্রার্থী।
আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নোমন আল মাহমুদ, কোষাধক্ষ্য ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সাংসদ মইন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা বাদল ও এসএম কফিল উদ্দীন। এছাড়াও বিএনপি’র প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন এরশাদ উল্লাহ, জাতীয় পার্টি থেকে মো. কামাল উদ্দীন ও বিএনএফ’র হয়ে মনোনয়ন নিয়েছেন এসএম আবুল কালাম আজাদ।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার