X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলো পার্বত্য নাগরিক পরিষদ

রাঙামাটি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ও ঘেরা কর্মসূচি তুলে নিয়েছে রাঙামাটির পার্বত্য নাগরিক পরিষদের (পার্বত্য বাঙালিদের সংগঠন)। তাদের বিরোধিতার কারণেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা শুরু হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় কমিশনের সভা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়ে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা সভাস্থলের প্রবেশপথে অবস্থান নেয়। প্রধান সড়কটি অবরুদ্ধ থাকায় রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যেই কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। তাদের দাবি-দাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার ঘোষণা দেয়। তার আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যায় এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি জমা দেয়।

পার্বত্য নাগরিক পরিষদের অবরোধ কর্মসূচি কমিশন চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘এখানে যারা বসবাস করছেন তারা সবাই বাংলাদেশি। আমি মানুষের বিচার করবো, এখানে পাহাড়ি-বাঙালি বিবেচনায় কাউকে রাখা হবে না। আমি সংবিধান ও আইন মেনেই এই কাজ করবো। আমি আইনের মানুষ, কমিটির সবাই আইনে বাইরে গেলেও আমি কেন আইনের বাইরে যাবো না।’

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সোলাইমান বলেন, ‘প্রবিধান প্রণয়নে আঞ্চলিক পরিষদ থেকে যে সুপারিশমালা পাঠানো হয়েছে তা বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখতে হবে।’ এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে বাঙালি প্রতিনিধি রাখার দাবিও জানান তিনি।

কমিশনের সদস্যরা সভাতে আসছেন কেন্দ্রীয় কমিটির  আরেক সদস্য আবু বক্কর বলেন, ‘কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের দাবিগুলো লিখিত আকারে জানতে চেয়েছেন। তিনি আমাদের কাউকে ভূমি থেকে উচ্ছেদ করবেন না বলে আশ্বাস দেওয়ার পরই অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে।’

ঘেরাও কর্মসূচি তুলে নেওয়ার পর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর বেলা ১১টায় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, কমিশনের সদস্য তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানবোমাং ও চাকমা সার্কেল চিফ উপস্থিত হলে শুরু হয় কমিশনের নির্ধারিত বৈঠক।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন