X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০২০, ১৫:২৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৭:৪৫

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন কুমিল্লার দেবিদ্বারে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করায় খুন হয়েছে তার চাচাতো ভাই। গ্রাম্য সালিশ বৈঠকে অভিযুক্ত বখাটের ছুরিকাঘাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং ঘাতক আসলাম একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।

ওই স্কুলছাত্রীর পিতা আহত আবদুস সাত্তার বলেন, ‘আমার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগ থেকেই আসলাম তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান অফিসে একাধিকবার বিচার সালিশ হলেও আসলামকে থামানো যাচ্ছিল না। ঘটনার দিন আমার মেয়েকে বাড়িতে না দেখে সে হুমকি দিতে থাকে। পরে সন্ধ্যায় ফের সালিশ ডাকা হয়।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সালিশের একপর্যায়ে আসলাম ও তার ১০ থেকে ১২ জন সহযোগী উত্তেজিত হয়ে ওই ছাত্রীর স্বজনদের কোপাতে থাকে। এ সময় আসলামের ছুরিকাঘাতে ওই ছাত্রীর চাচাতো ভাই ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি জহিরুল আনোয়ার বলেন, ‘আবদুল আউয়াল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসলামের বাবা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। এছাড়া আসলামের বড় ভাই আকিজকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে