X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

করোনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৩:৪৬আপডেট : ২৭ মে ২০২০, ১৫:৪৭

করোনা ভাইরাস সৌদি আরবে চাকরিরত ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা রাশেদ নিজাম (৫০) নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটায় রিয়াদের কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশেদ নিজামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামে। তিনি দৈনিক বাংলাদশ প্রতিদিনের ফেনী প্রতিনিধি জমিরউদ্দিন বেগের ভগ্নিপতি।

সাংবাদিক জমিরউদ্দিন বেগ জানান, রাশেদ নিজাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মে রিয়াদের কিং সালমান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২৪ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেখানে কারফিউ চলার কারণে তার সঙ্গে কেউ  যোগাযোগ করতে পারেননি।’

জমিরউদ্দিন বলেন, ‘মঙ্গলবার সৌদি সময় দুপুর আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ নিজামের মৃত্যু হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ, সৌদি আরব-ফেনী সমিতির সভাপতি আনোয়ার ও সৌদি আরবে বাংলাদেশের সাংবাদিক নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানেই ইসলামি নিয়ম অনুযায়ী তার দাফন করা হবে।’

জানা গেছে, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে রাশেদ নিজাম রিয়াদের হারারে অবস্থান করে সেখানে ব্যবসা পরিচালনা করতেন। তার পরিবার সেখানে দীর্ঘদিন  অবস্থান করলেও মেয়ের পড়ালেখার জন্য মা ও মেয়ে গত আড়াই বছর আগে দেশে চলে আসেন। তিনি দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে ফের সৌদি আরবের কর্মস্থলে ফিরে যান।  মৃত্যুকালে  তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে