X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কিট সংকটে কুমিল্লা মেডিক্যালে করোনা টেস্ট বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২০, ২২:২৭আপডেট : ০৬ জুন ২০২০, ২২:২৭

কুমিল্লা মেডিক্যাল কলেজ কুমিল্লা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কিট সংকটের কারণে গত দুইদিন ধরে করোনায় আক্রান্ত ব্যক্তির স্যাম্পল পরীক্ষা করা যাচ্ছে না। কিটের অভাবে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষার ল্যাবটি। যার কারণে স্যাম্পল সংগ্রহ স্থগিত রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষায় ফলাফলের অপেক্ষায় রয়েছে আগে নমুনা দিয়ে রাখা প্রায় এক হাজারের বেশি মানুষ। কিট সংকটে পরীক্ষা ল্যাব বন্ধ থাকার বিষয় নিশ্চিত করেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ।
কুমিল্লা মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, করোনা পরীক্ষা চালুর পর এ পর্যন্ত ৬ হাজার ৯০০ কিট সরকার থেকে মেডিক্যাল কর্তৃপক্ষকে দেওয়া হয়। মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শুরুতে কাজ শিখতে গিয়েই প্রায় ৮শ’ কিট নষ্ট করে ফেলে। যার প্রতিটি মূল্য ৪ হাজার টাকা।
কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান, কিট সংকটের কারণে পিসিআর ল্যাবে পরীক্ষা বন্ধ রয়েছে। এতে এক হাজার বেশি স্যাম্পল পরীক্ষার অপেক্ষায় রয়েছে। ডিজি অফিস থেকে বলেছে, এয়ারপোর্টে কিট চলে এসেছে। আশা করি রবিবার কিট কুমিল্লা এসে পৌঁছাবে। আমরাও নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারবো। শিখতে গিয়ে কিট নষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক ঘটনা।
কুমিল্লা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কিট সংকটে যেহেতু কুমিল্লা মেডিক্যালে পরীক্ষা বন্ধ তাই আমরাও আপাতত স্যাম্পল সংগ্রহ বন্ধ রেখেছি। খুব জরুরি না হলে এখন আমরা স্যাম্পল নিচ্ছি না। পরীক্ষা শুরু হলে আবারও স্যাম্পল নেওয়া শুরু করবো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া