X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভুল অস্ত্রোপচারের অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪

মিলেনিয়াম হাসপাতাল


লক্ষ্মীপুরে মিলেনিয়াম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীকে ভুল অস্ত্রোপাচারের অভিযোগে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ প্রদান করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জজ আদালতের অ্যাডভোকেট রাছেল মাহমুদ ভুইঁয়া মান্না ভুক্তভোগী পরিবারের সদস্য জসিম উদ্দিনের পক্ষে হাসপাতালের এমডি ইব্রাহিম এবং ওই হাসপাতালের চিকিৎসক নুর আলম মহিমের কাছে এ ক্ষতিপূরণ দাবি করে নোটিশ পাঠান। 

রাসেল মাহমুদ মান্না জানান, হাসপাতালটি থেকে ভুল চিকিৎসার শিকার হয়েছেন জেলার কমলনগর উপজেলার মধ্য চর মার্টিন এলাকার এরশাদ নামে এক ব্যক্তি। এতে তার অবস্থার অবনতি হয়। ফলে তার শারীরিক, মানসিক যন্ত্রণা, আর্থিক ক্ষতি এবং পঙ্গুত্বের আশঙ্কায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
এদিকে, ২৩ আগস্ট ক্ষতিগ্রস্ত পরিবার এরশাদ এর বড় ভাই জসিম উদ্দিন ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিচারের দাবিতে লক্ষ্মীপুর সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ডা. নুর আলম মহিম, মিলেনিয়াম হাসপাতাল, আল-আমিন প্যাথলজি অ্যান্ড কনসালেটেশন সেন্টার ও আনোয়ারা মেডিক্যাল সার্ভিসেস কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়।
এতে বলা হয়, ২১ আগস্ট এরশাদ (২৫) অসুস্থ হয়ে পড়লে তাকে লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতাল নেওয়া হয়। সেখানে ডা. নুর আলম মহিম পরীক্ষা শেষে বলেন, তার ডান হাতের পিঠের (বাহু) অংশে চর্বি টিউমার হয়েছে। উক্ত রোগের জন্য দ্রুত অপারেশন করতে হবে। তখন তাকে হাসপাতালে ভর্তি দেন। রাত ৮টায় ডাক্তার এরশাদের অপারেশন করেন। অপারেশনের পরে ডাক্তার বলেন, যে রোগের কারণে অপারেশন করা হয়েছে সে মূলত ওই রোগে আক্রান্ত নয়, তার হাড় টিউমার হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, গত বছর ২৭ অক্টোবর ডা. মহিম তার ভাইয়ের রোগ শনাক্ত করতে আল-আমিন প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারে পাঠান। পরের সপ্তাহে টেস্টের রিপোর্ট দেন প্যাথলজি। সেখানে এরশাদের টেস্ট রেজাল্টে লাইপোমা ধরা পড়ে। কিন্তু ডাক্তার অপারেশন শেষে বলেন, টেস্ট রিপোর্ট ভুল আসছে। রোগীকে অস্ত্রোপাচার করার পর শরীরের ভেতরে কোনও লাইপোমা না থাকায় সেলাই করে দেওয়া হয়।
এ ঘটনায় ডা. মহিম উল্টো অভিযোগ করে বলেন, টেস্ট রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপাচার করা হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেউ অভিযোগ তুলতে পারেনি। যে রিপোর্টের ভিত্তিতে তিনি অস্ত্রোপচার করেছেন সেই টেস্টের রিপোর্ট ভুল ছিল। তার অস্ত্রোপচারে কোনও ভুল ছিল না।
আল আমিন প্যাথললির মালিত শাহাদাত হোসেন বলেন, ডাক্তারের হাতে নেওয়া টেস্ট স্যাম্পল তারা ঢাকায় পাঠিয়েছিল। ঢাকার আনোয়ারা মেডিক্যাল সার্ভিসেস থেকে প্রাপ্ত রিপোর্ট রোগীকে দিয়েছেন তারা। কোনও ভুল থাকলে তার দায় আনোয়ারা মেডিক্যালের। তাদের কোনও দায় নেই।
লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, তিনি অভিযোগপত্র পেয়েছেন। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ