X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তরুণীর যৌন হয়রানির ভিডিও ভাইরাল: প্রধান আসামির আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ২১:৪১আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৪

মো. রাহিম অবশেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট কাশবনে ঘুরতে যাওয়া তরুণীর যৌন হয়রানির ভিডিও ভাইরালের ঘটনার মূলহোতা ও প্রধান আসামি মো. রাহিম আদালতে আত্মসমর্পণ করেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের আদালতে সে আত্মসমর্পণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলমসহ সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পুনিয়াউটে কাশবনে ঘুরতে যাওয়া এক শারীরিক প্রতিবন্ধী তরুণীর যৌন হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় মূলহোতা ও মামলার প্রধান আসামি মো. রাহিম আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কাশবনে তরুণীর যৌন হয়রানির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর রাহিমের সহযোগী জুনায়েদ (২৪)কে আটক করে সদর থানা পুলিশ। তাকে ওই মামলায় আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, আদালতে আত্মসমর্পণ করা আসামি রাহিমের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামির কাছ থেকে পুরো ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তা বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ তাদের গ্রুপ ‘উইশ ফর ব্যাটার ব্রাহ্মণবাড়িয়া’য় তরুণীর যৌন হয়রানির একটি ভিডিও পোস্ট করে। যা মুহূর্তেই ভাইরাল হয়। ওই ভিডিওতে যৌন হয়রানির শিকার তরুণীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে তরুণীটিকে আটকে রেখে তার যৌন হয়রানি ও উত্ত্যক্ত করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার