X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাজার ভর্তি জাম্বুরা ও কলা

রাঙামাটি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১২:০১আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১২:০১

বাজারে আসছে পাহাড়ি কলা



রাঙামাটিতে সারাবছরই কলা উৎপাদন হলেও বছরের এই সময়ে কলার উৎপাদন বেড়ে যায় কয়েকগুণ। একইসঙ্গে মৌসুমি ফল জাম্বুরাও এই সময়ে বাজারে আসতে থাকায় রাঙামাটির বাজার এখন কলা ও জাম্বুরার দখলে। রাঙামাটির বিভিন্ন বাজার এখন জাম্বুরা ও কলায় ভরপুর। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে জাম্বুরা ও কলা নিয়ে নৌকা ভিড়ছে জেলা সদরের বিভিন্ন পয়েন্টে। আড়তদাররা সেই ফল কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এদিকে চাষিরা জাম্বুরার দাম ভালো পেলেও কলার দাম নিয়ে হতাশা প্রকাশ করেছেন।  জাম্বুরা বেশি দামে কিনতে হওয়ায় ফল কিনে লাভ নিয়ে সংশয়ে রয়েছে পাইকাররা। পাশাপাশি বিভিন্ন জায়গায় শুল্ক বাড়ানোর ফলে পণ্য পরিবহনের ক্ষেত্রেও খরচ বেড়েছে বলে জানালেন পাইকাররা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাঙামাটিতে এই বছর ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে কলা ও ১২১০ হেক্টর জমিতে জাম্বুরার বাগান রয়েছে।

পাইকাররা জাম্বুরা কিনে নিয়ে যাচ্ছেন

কলা চাষি মঙ্গল কুমার চাকমা জানান, গত বছর কলার ভালো দাম পেলেও এবছর ভালো দাম পাওয়া যাচ্ছে না। পুরো মৌসুমে এবার প্রায় ৩০-৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। যে কলার দাম ৩০০ টাকা করে আর পাইকাররা দাম দিচ্ছে ২০০ টাকা করে। লস দিয়ে কী বিক্রি করবো এভাবে?

বাজারে আসছে পাহাড়ি কলা

আরেক কলা চাষি সুরেশ চাকমা জানান, এবছর বাগান করতে যে খরচ হয়েছে তা এখনও ওঠেনি এবং বাগানে বেশি কলাও নেই। চট্টগ্রাম, ঢাকায় কলার দাম থাকলেও আমরা দাম পাই না। পাইকাররা বেশি দামে কিনতে চায় না। সবাই একই দাম বলে। এবছর পুরোই লস হয়েছে কলায়।


জাম্বুরা চাষি সুখেন চাকমা বলেন, ‘গতবছর একই বাগন থেকে ২ লাখ টাকার জাম্বুরা বিক্রি করলেও এবছর প্রায় ৫ লাখ টাকার মতো বিক্রি হয়েছে। এবছর আবহওয়া ভালো থাকায় ফলও ভালো হয়েছে। দাম পেয়ে আমরা খুশি।’

বাজারে আসছে জাম্বুরা
চট্টগ্রামের ফল ব্যবসায়ী মনির হোসেন বলেন, যে জাম্বুরা গত বছর ৬ টাকায় কিনেছি এবছর তা বেড়ে ১০-১২ টাকা হয়েছে। আবার বিভিন্ন জায়গায় শুল্ক টাকা বৃদ্ধি হওয়ায় গাড়ি প্রতি খরচ বেড়েছে কয়েকগুণ। এভাবে বেশি দামে ফল কিনে লাভ করা খুবই কঠিন হয়ে পড়েছে।

বাজার ভর্তি জাম্বুরা ও কলা
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক কৃষ্ণপ্রসাদ মল্লিক, প্রকৃতি ও পরিবেশগত কারণে পাহাড় জাম্বুরা ও কলা চাষের উপযোগী। সাধারণত ভালো ফলন হলে দাম কিছুটা পড়ে যায়। আমরা চেষ্টা করছি একটি কৃষি বাজার সৃষ্টি করতে। যেখানে চাষিরা সরাসারি ফল নিয়ে আসবেন এবং চট্টগ্রাম, ঢাকাসহ সারাদেশের পাইকরাররা ফল করতে পারবেন। তাহলে ফলের ভালো দাম পাবে আশা করছি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা