X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রায়পুরে ছোটভাই হত্যা মামলায় বড়ভাই গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৮:২২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:৩৩

গ্রেফতার এমরান হোসেন (মাঝে) লক্ষ্মীপুরের রায়পুরে ছোটভাই সেনা সদস্য (অব.) দেলোয়ারকে পিটিয়ে হত্যা মামলার ৫ মাস পর গ্রেফতার হয়েছেন বড়ভাই সেনা সদস্য এমরান হোসেন (অব.)। বুধবার (২৫ নভেম্বর) রাতে চরমোহনা ইউনিয়ন পরিষদের উত্তর রায়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এমরান হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত দেলোয়ার ও গ্রেফতার এমরান একই এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

পুলিশ আরও জানায়, এ বছরের ১৭ জুলাই দুপুরে দেলোয়ার তার বসতঘরের পাশে আম পাড়ছিলেন। এ সময় এমরান ও তার ছেলে ফোরকান বাধা দেন। এতে দুই পরিবারের মধ্যে দা, লাঠি ও রড নিয়ে সংঘর্ষ হলে দেলোয়ার গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ১২ দিন পর তিনি মারা যান। পরে দেলোয়ারের লাশ বাড়িতে এনে এমরানসহ তার পরিবার তাড়াতাড়ি দাফনের চেষ্টা করেন। পরে  দেলোয়ারের ছেলেরা ও গ্রামবাসী বাধা দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেন। এ ঘটনায় দেলোয়ারের ছেলে বাদী হয়ে চাচা এমরানসহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত এমরান মিয়া বলেন, ‘দুই ভাইয়ের পরিবারের মধ্যে আম পাড়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে দেলোয়ার যে মারা যাবে, তা আমরা বুঝতে পারিনি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘হত্যা মামলার পর সাবেক সেনা সদস্য এমরান মিয়াসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমরানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ