X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টেকনাফে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০০:০৪আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:০৪

টেকনাফে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর চালিয়ে অস্ত্রের মুখে ৩ লাখ ৪১ হাজার নগদ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় মোহাম্মদ ইয়াছিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোহাম্মদ ইয়াছিন জানান, রাত দেড়টার দিকে পূর্বপরিচিত একই এলাকার জাহেদ, কালু ও ছোট জাহেদের নেতৃত্বে স্বশস্ত্র  সন্ত্রাসী দল আমার বাড়িতে অতর্কিতে হামলা করে। তারা প্রথমে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্র বের করে। অস্ত্র দেখে আমি পরিবারের সবাইকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করলে তারা ওই কক্ষের দরজাও ভেঙে ফেলে ঘরের আলমারি খুলে নগদ ৩ লাখ ৪১ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে আমাকে ছুরি দিয়ে আঘাত এবং বেদড়ক মারধর করেছে। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা এলাকায় চিহ্নিত। তারা নিয়মিত এলাকায় চুরি, ডাকাতির মতো অপরাধ কর্ম করে যাচ্ছে। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেশীরা জানান, ইয়াছিনের বাড়িতে হামলাকারীরা নাইট্যংপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের কারণে এলাকার লোকজন এখন নিরাপদে ঘুমাতে পারছে না। তারা প্রতিদিন কোনও না কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া এলাকায় ইয়াবাসহ মাদক কারবারেও এসব সন্ত্রাসীরা নেতৃত্ব দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। টেকনাফকে সন্ত্রাসীমুক্ত করতে পুলিশের যা যা করণীয় আমরা তাই করবো, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি