X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০২১, ২২:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০০:০৫

বাঁশখালীতে বিদুৎকেন্দ্রে শ্রমিক বিক্ষোভে গুলিতে পাঁচ শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ। ঘটনার পর শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনটির নেতাকর্মীরা নিহত এবং আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বিএলএফ নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের সব ধরনের দাবি মেনে নেওয়ার কথা বলেন। এসময় শ্রমিকদের সব আন্দোলন ও সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা। অবিলম্বে এই নির্মম ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে জোর দাবি জানায় বিএলএফ নেতাকর্মীরা। অন্যথায় চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএলএফের চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আনোয়ার হোসেন। বিএলএফের জেলা সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএলএফ মহানগর সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদ, মহানগর কমিটির লিগ্যাল অ্যাডভাইজার গোলাম মাওলা মুরাদ প্রমুখ।

এদিকে শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউডব্লিউডিএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার সমন্বয়ক সাধারণ সম্পাদক কমরেড আল কাদেরী বাঁশখালীতে শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


আরও পড়ুন:

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষ, ৫ জন নিহত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!