X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘বিশাল প্রতিভা’ এস্তেভাও চেলসিতে যেতে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৪:২৬আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৪:২৬

ব্রাজিলের সম্ভাবনাময় কিশোর তারকা এস্তেভাও উইলিয়ান স্বদেশী ক্লাব পালমেইরাসের সঙ্গে শেষ ম্যাচ খেললেন। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে তিনি দলকে জেতাতে পারেননি। তবে ভবিতব্য ক্লাব চেলসির বিপক্ষে গোল করে ঝলক দেখালেন। কদিন পর শিষ্য হতে যাওয়া ব্রাজিলিয়ানকে ‘বিশাল প্রতিভা’ আখ্যা দিলেন চেলসি কোচ এনজো মারেসকা। পালমেইরাস কোচ আবেল ফেরেইরা বললেন, প্রিমিয়ার লিগে যেতে প্রস্তুত এস্তেভাও।

১৮ বছর বয়সী ফরোয়ার্ড কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে সমতা ফেরান। কিন্তু দলের ২-১ গোলে হার ঠেকাতে পারেননি। এখন তিনি লন্ডন ক্লাবে যোগ দেবেন। ঠিক এক বছর আগে বোনাসসহ ৫ কোটি ৭০ লাখ ইউরোতে পালমেইরাস থেকে তার সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মতি জানায় চেলসি।

ম্যাচ শেষে পেরেইরা বললেন, ‘আমার ছেলে নেই। দুটি মেয়ে। কিন্তু সে আমার ছেলে। মারেসকার সঙ্গে আমার কথা হয়েছে। সে ভালো কোচ। আমি তাকে বলেছিলাম তারা চমৎকার একজন খেলোয়াড়কে কিনেছে। কিন্তু তার চেয়ে বড় কথা তারা একজন চমৎকার মানুষকে কিনেছে। আজ দেখেছেন সে অনেক দক্ষতায় পূর্ণ একজন খেলোয়াড়, যে নিজে থেকে ম্যাচ জেতাতে পারে। তার সেই সামর্থ্য আছে।’

গত বছর ব্রাজিলিয়ান লিগের সেরা খেলোয়াড় হন এস্তেভাও। ক্লাব বিশ্বকাপে নিজের প্রতিভার ঝলক দেখান। দল হারলেও কোয়ার্টার ফাইনালের ম্যাচসেরা হয়েছেন তিনি।

এস্তেভাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত বললেন ফেরেইরা, ‘আমি তাকে বলেছি এটা একইরকম হবে না। আমার বিশ্বাস তাকে সমর্থন দিবে চেলসি। সে প্রস্তুত।’

মারেসকা বললেন, ‘ম্যাচ শেষে আমি প্রথমবার এস্তেভাওয়ের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি এটা একেবারে  নিখুঁত রাত। কারণ আমরা জিতলাম এবং সে গোল করলো। সে বিশাল প্রতিভা। দারুণ খেলোয়াড়। ব্যাপার হলো যখন দক্ষিণ আমেরিকা থেকে বা অন্য কোথাও থেকে ইউরোপে খেলোয়াড়রা আসে, তাদেরকে মানিয়ে নিতে হবে। তাকে মানিয়ে নিতে আমাদের সাহায্য করতে হবে এবং সবচেয়ে বড় কথা সুখে থাকা। যেন সে ফুটবল উপভোগ করতে পারে। তবে আমাদের কোনও সন্দেহ নেই যে সে ভালো একজন খেলোয়াড় এবং চেলসির জন্য খুব গুরুত্বপূর্ণ একজন হতে যাচ্ছে।’

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার
প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার
‘যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার’
‘যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার’
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
মহাপ্রলয়ের গুজবে কর্ণপাত না করার অনুরোধ জাপান সরকারের
মহাপ্রলয়ের গুজবে কর্ণপাত না করার অনুরোধ জাপান সরকারের
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম