X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাল বিতরণকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৫:৪৪আপডেট : ০৭ মে ২০২১, ১৫:৪৪

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে যোবায়ের হোসেন নামে এক যুবলীগের কর্মী ও সোনাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরও অন্তত তিন জন আহত হন। শুক্রবার (৭ মে) বেলা ১২টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (৪৫) সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়ন পরিষদ এর স্থগিত হওয়া নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল মার্কায় সদস্য পদপ্রার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান (২৫), জীবন (২২) ও আজগর হোসেন রাজু (৩৫)। আহতদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের উপস্থিতিতে সরকারি চাল বিতরণ হচ্ছিলো। এ সময় যোবায়ের ও মেহেদিসহ যুবলীগের একটি পক্ষ চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেন। এর জের ধরে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন বাধাদানকারীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

পরে আহতদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যোবায়েরকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসা চলছে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, যোবায়ের হোসেনসহ কিছু সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাল ছিনিয়ে নিতে গেলে, স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের মারধর করে। তিনি বা তার কোনও লোকজন এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, চাল বিতরণকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ