X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মাদকবাহী মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২১, ১৬:০৬আপডেট : ১১ জুন ২০২১, ১৬:২৯

চোলাইমদ নিয়ে চট্টগ্রামে আসার পথে থামানোর নির্দেশ দিলে, চালক গাড়ি না থামিয়ে উল্টো ধাক্কা দিলে পুলিশের এক এএসআই নিহত হন। শুক্রবার (১১ জুন) ভোর ৪টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মেহেরাজখান ঘাটা পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকবাহী মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ওই গাড়ি থেকে ৭৩০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। তবে মাইক্রোবাসের চালক ও তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

নিহত পুলিশ সদস্যের নাম কাজী সালাহ উদ্দীন। তিনি লক্ষ্মীপুর সদর থানার কাজী নাদের জামানের ছেলে। ২০১৮ সাল থেকে তিনি চান্দগাঁও থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। আহত কনস্টেবলের নাম মো. মাসুম। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে ডিউটি করার সময় কাজী সালাহ উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি কালো হাইয়েস মাইক্রোবাসে (রেজি. নম্বর-ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) করে পার্বত্য এলাকা থেকে চোলাইমদ চট্টগ্রাম শহরে নিয়ে আসা হচ্ছে। ওই সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ পাহরায় ছিলেন। ভোর ৪টার দিকে চান্দগাঁও থানাধীন মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে রাস্তার ওপর গাড়িটি দেখতে পেয়ে থামানোর সিগন্যাল দেন সালাহ উদ্দীন। এসময় গাড়ির চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে দেন। তখন এএসআই ও পুলিশ কনস্টেবল গাড়িটির সামনে গেলে গতি বাড়িয়ে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এতে এএসআই সালাহ উদ্দীন ও কনস্টেবল মাসুম সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমড়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।

এসময় গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সালাহ উদ্দীনকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল মাসুম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের আরও একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই গাড়িকে ধাওয়া করলে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বোর্ড স্কুল এলাকায় গাড়ি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। সাক্ষীদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির যাত্রীর সিটের নিচ থেকে ৩৫টি প্লাস্টিকের বস্তায় রাখা ২০টি স্যালাইনের কার্টন থেকে মোট ৭০০ টি স্যালাইনের প্যাকেট ভর্তি চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া তিনটি প্লাস্টিকের জার থেকে ৩০ লিটারসহ মোট ৭৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে আছে। গাড়ির মালিক, ঘটনায় জড়িত ড্রাইভার ও অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে