X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাদের মির্জার গ্রেফতার দাবিতে হরতালের ডাক

নোয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৪:২৪আপডেট : ১২ জুন ২০২১, ১৫:১১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন তার কর্মী ও অনুসারীরা। একই সঙ্গে এ ঘটনায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের নেতৃত্বে বাদলের ওপর হামলার অভিযোগ এনে শনিবার (১২ জুন) দুপুরে হরতালের ডাক দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার আট ইউনিয়নের নেতাকর্মীরা কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন। এ সময় বসুরহাট- বাংলাবাজার-চাপরাশিরহাটের প্রধান সড়ক এবং উপজেলার আট ইউনিয়নের সড়কগুলোর যোগাযোগ বসুরহাট থেকে বিচ্ছিন্ন করে দেন বাদলের অনুসারীরা।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসুরহাট বাজারের প্রেস ক্লাবের সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে বাদলের ওপর হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সড়ক অবরোধ করেছেন বাদলের অনুসারীরা। তাদেরকে সড়ক থেকে সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এদিকে, বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও আবদুল কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু।

দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে হরতালের ডাক দেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানান। ফেসবুক লাইভে তার সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সেতুমন্ত্রীর ভাগনে আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত।

ফেসবুক লাইভে মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডুয়েল রোল প্লে করছেন। ডুয়েল রোল প্লে করে আপনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মান সম্মান নষ্ট করে দিয়েছেন। আমরা প্রতিবাদ করেছি। আপনি আমাদের মাঠে নামিয়েছেন। কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা মুখ খুলবো। কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করুন।

মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, শনিবার সকাল ৯টায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলালসহ ঢাকার উদ্দেশে রওনা হন। বসুরহাট বাজারে প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কাদের মির্জার ৪০-৫০ জন অনুসারী বাদলের গাড়ির সামনে দাঁড়ায়। সেই সঙ্গে অতর্কিত হামলা চালায় তারা। হামলাকারীরা প্রথমে তার গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে গাড়ির গতিরোধ করে বাদলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. জোবায়ের জানান, আহত মিজানুর রহমান বাদল ও হাসিবুল হোসেন আলালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জার ফোনে কল দিলে অপর প্রান্ত থেকে তার সহকারী পরিচয় দিয়ে একজন বলেন, ‘কাদের মির্জা অসুস্থ, বিশ্রামে আছেন।’

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়র বা তাদের লোকজন হামলার সঙ্গে জড়িত নয়। তারা সেখানে ছিলেন না।’

/এএম/
সম্পর্কিত
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী