X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বন্ধ ঘোষণার ৭ দিনের মাথায় আবার চালু বায়েজিদ লিংক রোড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২১, ১৩:১৪আপডেট : ১৫ জুন ২০২১, ১৩:১৪

বন্ধ ঘোষণার সাত দিনের মাথায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড পুনরায় চালু করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) থেকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস। এর আগে, গত ৯ জুন পাহাড় ধস ও বাকি কাজ সম্পন্ন করার কথা বলে সড়কটি তিন মাসের জন্য বন্ধ করে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

প্রকৌশলী হাসান বিন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, লিংক রোড বন্ধ করে দেওয়ায় সড়কে যানজট বেড়ে যায়। পরে পুলিশ কমিশনার সড়কটি খুলে দেওয়ার অনুরোধ জানান। আমরা নিজেরাও দেখেছি সড়কটি বন্ধ করায় শহরে যানজট বেড়েছে। তাই পুনরায় খুলে দেওয়া হয়েছে। সড়ক থেকে সব ধরনের প্রতিবন্ধকতাও তুলে নেওয়া হয়েছে। আজ থেকে পুনরায় যান চলাচল করতে পারবে। তবে সড়কটির ফুটপাত এখনও বন্ধ থাকবে। যেকোনও ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

বন্ধ ঘোষণার সময় সিডিএ থেকে বলা হয়েছিল, সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এরপরও ওই সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। শুক্র, শনিবার অনেকে ওই সড়কে বেড়াতে যান। বর্ষায় পাহাড় ধসে পড়ে যেন কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্য ওই সড়কে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও জানানো হয়, শুধু পাহাড় ধসের শঙ্কা নয়। ওই সড়কে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। যে কারণে ওই সড়কটি বন্ধ রাখা খুব দরকার। এসব কারণে ৩০ আগস্ট পর্যন্ত এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সড়ক বন্ধ রাখতে এরই মধ্যে ট্রাফিক বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারহাট অংশে ব্রিকফিল্ড বরাবর এবং বায়েজিদ বোস্তামি অংশে এশিয়ান ইউনিভার্সিটির সামনে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে।

প্রসঙ্গত, সড়কটি নির্মাণের জন্য সিডিএ পরিবেশ অধিদফতরের কাছ থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন পায়। কিন্তু বাস্তবে তারা এর কয়েকগুন বেশি মাটি কাটে। যে কারণে প্রতিষ্ঠানটিকে পাহাড় কাটার দায়ে ১০ কোটি টাকা জরিমানা করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা