X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করাদের কমিটিতে রাখা যাবে না: হানিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুন ২০২১, ২১:২৮আপডেট : ২১ জুন ২০২১, ২১:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক জায়গায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ কেউ নির্বাচন করেছেন। আমরা সিদ্ধান্তে এসেছি, যারা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচন করেছেন তাদের আগামীতে কোনও পদে রাখা যাবে না। কমিটি দেওয়ার সময় বিষয়টি মাথায় রাখতে হবে।’

সোমবার (২১ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে দুই দিনব্যাপী সাংগঠনিক মতবিনিময় সভা শেষে হানিফ এ কথা বলেন। রবিবার শুরু হওয়া এই সভায় চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

আগামীতে নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সম্মেলন করার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। কমিটিতে নবীন ও প্রবীণের সমন্বয় করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, তাদের আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারি। আর যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহযোগী সংগঠন করেন, যাদের বয়স ইতোমধ্যে ৪০-৫০ পার হয়ে গেছে, তাদের দলের মধ্যে নতুন নেতৃত্বে আনতে পারি।’

মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলন করা একটা ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া। এর আগে যখন সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন নির্বাচন সামনে থাকায় সেটাকে বন্ধ করা হয়েছিল। এখন সারাদেশে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। যদি কোনও প্রাকৃতিক দুর্যোগে বাধাগ্রস্ত না হয় তাহলে সম্মেলনের ধারাটা অব্যাহত থাকবে। ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন শেষ করে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা শিডিউল নিয়ে চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন করা হবে। তার আগে জুন-জুলাই মাসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি করা হবেন। আগস্ট শোকের মাস। মাসব্যাপী শোক পালন করা হবে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের মধ্যে আমাদের প্রতিটি ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলন শেষ করতে চাই। নভেম্বর মাসে থানা পর্যায়ের সম্মেলন শেষ করতে চাই।’

সভায় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’