X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করাদের কমিটিতে রাখা যাবে না: হানিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুন ২০২১, ২১:২৮আপডেট : ২১ জুন ২০২১, ২১:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক জায়গায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ কেউ নির্বাচন করেছেন। আমরা সিদ্ধান্তে এসেছি, যারা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচন করেছেন তাদের আগামীতে কোনও পদে রাখা যাবে না। কমিটি দেওয়ার সময় বিষয়টি মাথায় রাখতে হবে।’

সোমবার (২১ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে দুই দিনব্যাপী সাংগঠনিক মতবিনিময় সভা শেষে হানিফ এ কথা বলেন। রবিবার শুরু হওয়া এই সভায় চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

আগামীতে নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সম্মেলন করার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। কমিটিতে নবীন ও প্রবীণের সমন্বয় করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, তাদের আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারি। আর যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহযোগী সংগঠন করেন, যাদের বয়স ইতোমধ্যে ৪০-৫০ পার হয়ে গেছে, তাদের দলের মধ্যে নতুন নেতৃত্বে আনতে পারি।’

মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলন করা একটা ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া। এর আগে যখন সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন নির্বাচন সামনে থাকায় সেটাকে বন্ধ করা হয়েছিল। এখন সারাদেশে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। যদি কোনও প্রাকৃতিক দুর্যোগে বাধাগ্রস্ত না হয় তাহলে সম্মেলনের ধারাটা অব্যাহত থাকবে। ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন শেষ করে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা শিডিউল নিয়ে চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন করা হবে। তার আগে জুন-জুলাই মাসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি করা হবেন। আগস্ট শোকের মাস। মাসব্যাপী শোক পালন করা হবে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের মধ্যে আমাদের প্রতিটি ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলন শেষ করতে চাই। নভেম্বর মাসে থানা পর্যায়ের সম্মেলন শেষ করতে চাই।’

সভায় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক: মাহবুব উল আলম হানিফ
বিএনপির ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে: হানিফ
‘দেশের মানুষ বিএনপির আন্দোলন নিয়ে ভাবে না, আওয়ামী লীগেরও ভাবার কিছু নেই’
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু