X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই কুমিল্লার টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৯:২১আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:২১

দ্বিতীয় দফায় কুমিল্লার ১৯টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হলেও কাঙ্ক্ষিত টিকা পেতে সকাল ৮টা থেকেই মানুষ টিকা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। প্রথম দিনই কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা দেখা যায়নি। এ জেলায় আগের তুলনায় টিকা নিতে আসা মানুষের সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের টিকা কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।

কুমিল্লা নগরীর শাকতোলা এলাকার বাসিন্দা মো. কামাল হোসেন (৫৪) টিকা নিতে আসেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের টিকা কেন্দ্রে। সঙ্গে ছিলেন ভাই শাহ আলম। তারা টিকা নিতে নিবন্ধন করেছেন চার মাস আগে। বিভিন্ন সমস্যার কারণে তখন টিকা নেননি। আজ টিকা নিতে এসে আফসোস করে বলেন, ‘প্রথম দফায় টিকা না নেওয়া ভুল ছিলো। এখন মনে হচ্ছে, করোনা দুর্যোগে স্বাস্থ্য সুরক্ষায় টিকা বড় ভূমিকা রাখবে। প্রথম দফায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছি। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তখন নেওয়া হয়নি।’

কামাল হোসেন আরও বলেন, ‘ভয়ে শরীরে কখনও ইনজেকশন ব্যবহার করিনি। কিন্তু আজ টিকা নিতে কোনও ব্যথা অনুভব হয়নি। সবাইকে বলবো, করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকার বিকল্প কিছুই নেই।’

প্রথমদিনেই কুমিল্লার টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়

সরেজমিনে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের টিকা কেন্দ্রে আরও দেখা যায়, কেন্দ্রের দুই বুথে টিকা দেওয়া হচ্ছে। নারী ও পুরুষের পৃথক দুইটি বুথ। বুথ থেকে শুরু হওয়া লাইন একেবারে প্রধান ফটকের বাইরে চলে গেছে। বাইরে ও সামনের সড়কেও এক থেকে দেড়শ মানুষের দীর্ঘ লাইন রয়েছে।

লাইনে দাঁড়িয়ে থাকা অন্তত ১০ জনের সঙ্গে কথা হলে তাদের মধ্যে সাতজন জানান, তারা টিকার জন্য তিন দিন আগে নিবন্ধন করেছেন। কিন্তু কোনও এসএমএস পাননি। তারপরও এসেছেন টিকা নিতে। তিনজন জানালেন, তারা এসএমএস পাওয়ার পর আজ টিকা নিতে এসেছেন।

বুথের সামনে বেশ বড় জটলা দেখা গেছে। সেখানে পেছন থেকে কয়েকজন ব্যক্তি বুথের ভেতরে ঢোকার চেষ্টা করলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

কান্দিরপাড় এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী দিপালী রাণী নাহা তার ৭১ বছর বয়সী স্বামীকে নিয়ে টিকা নিতে আসেন এ কেন্দ্রে। স্বামীকে নিয়ে সকাল সাড়ে ৮টায় টিকা নিতে আসা দিপালী রাণী নাহা বলেন, ‘একটু আগে টিকা দিতে পারলাম। তবে ব্যাপক ভিড় আর ধাক্কাধাক্কি। আমি দিতে পারলেও আমার স্বামী এখনও দিতে পারেনি। তাই বসে আছি।’

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৩ হাজার ২০০ ডোজ মডার্নার এবং ৭৮ হাজার ৪০০টি সিনোফার্মার টিকা এসেছে। এর মধ্যে উপজেলা পর্যায়ের প্রদান করা হবে সিনোফার্মার টিকা। অন্যদিকে ১৩ হাজার ২০০ ডোজ মাডার্নার টিকা পাবে কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দারা। সিটি করপোরেশনের বাসিন্দারা ছাড়া অন্যরা মডার্নার টিকা পাবেন না।

তিনি আরও জানান, প্রতিটি বুথে প্রতিদিন সর্বোচ্চ ২০০ জনকে মডার্নার টিকা দেওয়া হবে। তবে মোবাইল ফোনে এসএমএস আসা ছাড়া কেউকে টিকা দেওয়া হবে না।

/এফআর/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড