X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২১, ২২:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২২:৫৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের এক সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই মাস আগে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আসিফ মোস্তফা কামাল নামে একজনকে সভাপতি করা হয়েছে, যার ওই কলেজে ছাত্রত্ব নেই। এ নিয়ে পদবঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গত ৩/৪ দিন আগে কলেজের ছাত্ররা তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে। আজ হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে মোস্তফা কামালকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে পদ বঞ্চিতরা ক্ষেপে যায়। এর জেরে এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩/৪ জন নিহত হয়েছেন।’

আহতরা হলেন- জসিম, হেলাল ও রিপন। তাদের মধ্যে জসিম আওয়ামী লীগ নেতা। বাকিরা ছাত্রলীগের কর্মী।

সোমবার সন্ধ্যায় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।  

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া এবং পদবঞ্চিতদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় অন্তত তিন/চার জন আহত হয়েছেন বলে শুনেছি। তবে কেউই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোথাও চিকিৎসা নেননি। এখনও কাউকে আটক করা হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ