X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘এই দিনের অপেক্ষায় ছিলাম’

ইব্রাহীম রনি, চাঁদপুর 
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

চাঁদপুরে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। এরপর হাত ধুয়ে, শরীরের তাপমাত্রা মেপে তাদের ক্লাসে ঢোকানো হয়। এ সময় শিক্ষার্থীদের মনে ছিল আনন্দ, শিক্ষকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা বলছেন, এই দিনের অপেক্ষায় ছিলাম।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এসব কথা জানিয়েছেন। জেড পদ্ধতিতে বসিয়ে সকাল থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন শিক্ষকরা।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন। বিদ্যালয়ে আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত তারা। আজ তাদের উৎসবের দিন।

শহরের ৬৬ নম্বর ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদপুর সরকারি কলেজ ঘুরে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান।

৬৬ নম্বর ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা বাবুল বলেন, নির্দেশনা অনুযায়ী শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মাইমুনা জানায়, স্কুল খুলেছে এ জন্য আমরা খুশি। এতদিন এই দিনের অপেক্ষায় ছিলাম। স্কুল বন্ধ থাকায় পড়ালেখা নিয়ে চিন্তিত ছিলাম। স্কুলে আমরা যথাযথ দূরত্ব মেনে চলবো। স্বাস্থ্যবিধি মেনে চলবো।

একই শ্রেণির হাসান জানায়, আমরা এতদিন স্কুলে আসার জন্য অস্থির ছিলাম। যদিও স্যারেরা গুগল মিটে ক্লাস নিয়েছেন। বাসায় কিছুটা পড়ালেখাও করেছি। তারপরও স্কুলে আসার আনন্দ আলাদা।

প্রধান শিক্ষক মোস্তফা বাবুল বলেন, এক সপ্তাহ ধরে স্কুল খোলার সার্বিক প্রস্তুতি নিয়েছি। সকাল ৯টা থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে আসতে শুরু করে। তাদের তিন ফুট দূরত্ব বজায় রেখে হাত ধুয়ে এবং তাপমাত্রা মেপে ক্লাসে ঢুকতে দিয়েছি। প্রতিটি টেবিলে জেড সিস্টেমে একজন করে শিক্ষার্থী বসেছে। তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরাও আনন্দিত। প্রথম দিনে তিন বিষয়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস হয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম দিনটির। স্কুল খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, ‘জেলার এক হাজার ১৫৬টি স্কুল রয়েছে। এর মধ্যে সবগুলোতেই ক্লাস শুরু হয়েছে। প্রথ দিনে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি ছিল।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জেলার ৫৩৭টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে বেশ ভালো উপস্থিতি ছিল।’

/এএম/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু