X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নতুন শিক্ষাক্রমে ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে শিখবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৫:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫:৫৮

নতুন শিক্ষাক্রম যেটি করা হচ্ছে- সেটিকে বাস্তবায়নের আগে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এখানে একেবারে যে ভিন্ন কোনও পদ্ধতি চলে আসবে তা নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় যা আছে এর মধ্যে যেগুলো ভালো সেগুলো আমরা গ্রহণ করছি। নতুন শিক্ষাক্রমে ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে পড়াশোনা শিখবে।’

শনিবার (২ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এই শিক্ষাক্রমে আনন্দের মধ্য দিয়ে ছেলেমেয়েরা পড়ালেখা শিখবে। তারা কাজ করে শিখবে। কাজেই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দেবো। ইতোমধ্যে বেশ কিছু প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমাদের টিচার্স গাইড তৈরি হবে। কাজেই শিক্ষকদের জন্য কোনও সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়নের জন্য সব কিছুই করা হচ্ছে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর সব শিশুকে শিক্ষায় নিয়ে আসার জন্য কাজ করেছে সরকার। যখন সবাইকে আমরা শিক্ষার আওতায় আনতে পেরেছি, তখন শিক্ষার মানকে উন্নত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আগেও মানের দিকে নজর ছিল। কিন্তু তখন সংখ্যাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখন মানই সর্বোচ্চ গুরুত্বের বিষয়। সে জন্য কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা, শিক্ষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়ন- এর সবকিছুর মধ্য দিয়েই মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব বলে বিশ্বাস করি। সেজন্য শুধুমাত্র বইয়ের পড়াশোনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্য দিয়ে শিখবে, আনন্দ, কাজকর্ম, সমাজের নানা রকম কাজকর্ম দিয়ে শিখবে। যেটিকে বলে অভিজ্ঞতাভিত্তিক শেখা কিংবা করে শেখা। এই শেখাটা অনেক বেশি আনন্দময় হবে- আমরা সেটি চাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

তৃণমূল প্রতিনিধি সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
না ফেরার দেশে কণ্ঠশিল্পী জীনাত রেহানা  
না ফেরার দেশে কণ্ঠশিল্পী জীনাত রেহানা  
জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষায় সংস্কারের দিকে এগোতে হবে: আলী রীয়াজ
জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষায় সংস্কারের দিকে এগোতে হবে: আলী রীয়াজ
এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!
এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!