X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাউন্সিলরসহ দুজনকে হত্যা: পুলিশের হাতে ফুটেজ, হিট স্কোয়াডে ছিল ৬

কুমিল্লা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২২:২৪

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় ‘হিট স্কোয়াডে’ ছিল ছয় জন। কাউন্সিলরকে হত্যার আগে মামলার পাঁচ নম্বর আসামি সাজনের বাসায় বৈঠক হয়। এ হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ এসব তথ্য পেয়েছে।

এদিকে, রবিবার (২৮ নভেম্বর) রাতে এ মামলার দুই আসামি জিসান মিয়া ও আসামি রাব্বি ইসলাম অন্তুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্তু সোমবার (২৯ নভেম্বর) কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তির ফলে কিলিং মিশনে অংশগ্রহণকারীদের শনাক্ত সহজ হয়ে ওঠে।

এদিকে, ২৮ সেকেন্ডের একটি সিসি টিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এতে দেখা গেছে, এজহারনামীয় প্রধান আসামি শাহ আলম ও নাজিমের গুলি করতে করতে দৌড়াচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে শাহ আলম ও নাজিমকে চিহ্নিত করেছি।’

তিনি বলেন, ‘তথ্য অনুসন্ধানে আমরা নিশ্চিত হয়েছি হিট স্কোয়াডে ছিল ৬ জন। তারা হলো এজাহারনামীয় এক নম্বর আসামি শাহ আলম, দুই নম্বর আসামি জেল সোহেল, তিন নম্বর আসামি মো. সাব্বির হোসেন, পাঁচ নম্বর আসামি সাজন। এ ছাড়াও স্থানীয় নাজিম নামে এক যুবক ও ফেনী থেকে আগত অজ্ঞাত একজন রয়েছেন।’

পুলিশ কর্মকর্তা সোহান সরকার আরও বলেন, ‘অনুসন্ধানে আমরা আরও জানতে পেরেছি, এজহারনামীয় আসামি সাজনের বাসায় বৈঠক শেষে কিলিং মিশনে আসে অন্য আসামিরা। কিলিং মিশনে থাকা অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’

গত ২২ নভেম্বর বিকালে নগরীর সুজানগর সংলগ্ন পাথুরিয়াপাড়া এলাকায় মেসার্স থ্রি স্টার এন্টারপ্রাইজে প্রকাশ্য দিবালোকে গুলি করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ