X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তিন সন্তানসহ বাবার বিষপান, দুই জনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫:৫২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছেলে ও দুই মেয়েকে নিয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি বিষপান করেছেন। এতে দুই জন মারা গেছেন। রবিবার (১২ ডিসম্বের) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—আনোয়ার হোসেন ও তার বড় সুমাইয়া আকতার রাফি (৮)। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ছেলে জাবেদ ইকবাল (২) ও মেয়ে মাহিমাকে (৪) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দশ বছর আগে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে আসেন আনোয়ার। পরে শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় বসতি করে জেলে পেশায় নিয়োজিত হন। আট বছর আগে একই এলাকার ইমাম শরীফের মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আনোয়ারের। এক পর্যায়ে রাতে বাপের বাড়ি চলে যান রেহেনা। ভোরে তিন ছেলেমেয়েকে নিয়ে বিষপান করেন আনোয়ার। এতে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার আব্দুস সালাম জানান, শনিবার দুপুরে আনোয়ার ও রেহেনার মধ্যে ঝগড়া হয়। এরপর তিন সন্তানকে স্বামীর কাছে রেখে বাপের বাড়ি চলে যান রেহেনা। এ সময় স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন আনোয়ার। রবিবার সকালে প্রতিবেশীরা সাড়া না পেয়ে বেড়ার ঘরে উঁকি দেন। কিছু বুঝতে না পেরে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে আনোয়ার ও তার বড় মেয়ে রাফিকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর দুই সন্তান মাহিয়া ও জাবেদকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে মামলার রায় আবার পেছালো
আবাসিক হোটেল থেকে নির্মাতা সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে