X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

তিন সন্তানসহ বাবার বিষপান, দুই জনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫:৫২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছেলে ও দুই মেয়েকে নিয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি বিষপান করেছেন। এতে দুই জন মারা গেছেন। রবিবার (১২ ডিসম্বের) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—আনোয়ার হোসেন ও তার বড় সুমাইয়া আকতার রাফি (৮)। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ছেলে জাবেদ ইকবাল (২) ও মেয়ে মাহিমাকে (৪) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দশ বছর আগে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে আসেন আনোয়ার। পরে শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় বসতি করে জেলে পেশায় নিয়োজিত হন। আট বছর আগে একই এলাকার ইমাম শরীফের মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আনোয়ারের। এক পর্যায়ে রাতে বাপের বাড়ি চলে যান রেহেনা। ভোরে তিন ছেলেমেয়েকে নিয়ে বিষপান করেন আনোয়ার। এতে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার আব্দুস সালাম জানান, শনিবার দুপুরে আনোয়ার ও রেহেনার মধ্যে ঝগড়া হয়। এরপর তিন সন্তানকে স্বামীর কাছে রেখে বাপের বাড়ি চলে যান রেহেনা। এ সময় স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন আনোয়ার। রবিবার সকালে প্রতিবেশীরা সাড়া না পেয়ে বেড়ার ঘরে উঁকি দেন। কিছু বুঝতে না পেরে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে আনোয়ার ও তার বড় মেয়ে রাফিকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর দুই সন্তান মাহিয়া ও জাবেদকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে