X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাস্ক ছাড়াই রাঙামাটিতে ঘুরছেন পর্যটকরা

জিয়াউল হক, রাঙামাটি
১৫ জানুয়ারি ২০২২, ১০:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৩০

করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলায় ঢাকার সঙ্গে এখন রেড জোন পাহাড়ি জেলা রাঙামাটিও। রেড জোন ঘোষণার পর সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হয়েছে প্রশাসন। পর্যটন স্পটগুলো খোলা রাখলেও সেখানে অর্ধেক পর্যটক প্রবেশ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু নির্দেশনা পালনে তেমন আগ্রহ নেই পর্যটকদের। পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ট্যুরিস্ট পুলিশ এই বিষয়টি তদারকির কথা থাকলেও তাদের তেমন তৎপরতা চোখে পড়েনি। যদিও জেলা প্রশাসক পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার কথা জানিয়েছেন।

সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য ছুটির দিনে দলে দলে পর্যটক আসে রাঙামাটিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝুলন্ত সেতুর এদিক-ওদিক ঘুরে বেড়ান তারা। আবার কেউ কেউ হ্রদেও ভ্রমণ করেন।

সরেজমিনে শুক্রবার (১৪ জানুয়ারি) সেখানে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ চোখে পড়েনি। মাস্ক ছাড়া সেখানে প্রবেশের অনুমতি না থাকলেও বেশিরভাগ পর্যটকের মুখে মাস্ক দেখা যায়নি।

মাস্ক ছাড়াই রাঙামাটিতে ঘুরছেন পর্যটকরা

এদিকে, মুখে মাস্ক না পরার ব্যাপারে পর্যটকরা নানান ব্যাখ্যা দিচ্ছেন—কারো বা মনে নেই মাস্ক আনতে, আবার কেউ মাস্ক গাড়িতে রেখে এসেছেন। আবার কেউ কেউ বলছেন ছবি তোলার সময় মাস্ক খুলে রেখেছেন।

রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর জেলা প্রশাসনের জরুরি সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাত আটটায় শপিং মল ও রাত দশটায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনা করে পর্যটন স্পটগুলো এখনই বন্ধ ঘোষণা না করলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা থেকে বেড়াতে আসা মঞ্জুরুল করিম বলেন, এখানকার প্রকৃতি খুবই সুন্দর, তবে বেশিরভাগ পর্যটক অসচেতনভাবে ঘুরাফেরা করছে তাতে আমিও ঝুঁকিতে পড়ছি। এই ব্যাপারে নিজেরা নিজ তাগিদে সচেতন হলে সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

রাজশাহী থেকে বেড়াতে আসা মো. জাবেদ খান অভিযোগ করে বলেন, যাদের এই বিষয়গুলো দেখার দায়িত্ব তাদেরই দেখা যায় না। ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের লোকজন থাকলে পর্যটকরা আরও সচেতন থাকতো বলে মনে হয়। বেড়াতে এসে নিজেকে ঝুঁকিতে ফেলছি বলে মনে হচ্ছে।

মাস্ক না পড়ার বিষয়ে জানতে চাইলে মো. ইলিয়াছ জানান, মাস্ক পড়ে ছবি তুললে চেহারা দেখা যায় না, তাই ছবি তোলার জন্য মাস্ক খুলে পকেটে রেখেছি। ছবি তোলা শেষ হলে আবার পড়বো।

আরেক পর্যটক মো. সোহেল মিয়া বলেন, গাড়ি থেকে নামার পর মাস্ক হারিয়ে গেছে। সরকারি নির্দেশনা তো অনেকেই মানছেন না, মাস্ক পড়া উচিত ছিল বলে স্বীকার করেন তিনি।

মাস্ক ছাড়াই রাঙামাটিতে ঘুরছেন পর্যটকরা

রাঙামাটি পর্যটক বোট ঘাট ইজারাদার মজান আলী বলেন, রেড জোন ঘোষণার প্রভাব পড়েছে এখানে। সাধারণত বন্ধের দিনে যে পরিমাণ পর্যটক আসে সেই তুলনায় আজ পর্যটক কিছুটা কম। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হ্রদ ভ্রমণের জন্য বোট ভাড়া দেওয়া হচ্ছে বলে জানালেন বোট ইজারাদার।

রাঙামাটি পর্যটন করপোরেশন ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, আমরা মাস্ক ছাড়া সেতু এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। তবে প্রবেশের পর অনেকেই মাস্ক খুলে ফেলছেন। লোকবল সংকটের কারণে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে বেগ পেতে হচ্ছে। তবে হোটেলে সরকারি বিধি অনুসরণ করে রুম ভাড়া দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রেড জোন ঘোষণা করায় অনেক রুমের বুকিং বাতিল হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল এই মৌসুমে ভালো ব্যবসা হবে। কিন্তু আমরা হতাশ হচ্ছি।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনা করে পর্যটন স্পটগুলো এখনই বন্ধ ঘোষণা হয়নি। তবে পর্যটন কেন্দ্রে ধারণ ক্ষমতার অর্ধেক প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। জেলা প্রশাসনের মোবাইল টিম মাঠে কাজ করছে। শুক্রবারসহ বন্ধের দিনগুলোতে পর্যটক সমাগম যেহেতু বেশি হয় সেহেতু পর্যটক কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক