X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬

ভাড়া করা ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কৃষক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদালতে অভিযোগ দায়ের করা হয়। কুমিল্লা আমলি আদালত-৫-এর বিচারক ফারহানা সুলতানা পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দীন। 

মামলার বাদী কৃষক একেএম সেলিমের বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নে।

সেলিম বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের খননের সুপারিশপত্র পেয়ে কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের বোয়ালঝুড়ি জলাশয় খননের জন্য চারটি ভেকু মেশিন ভাড়া করি। কিন্তু আমরা অনুমতির অপেক্ষায় ছিলাম; তাই খনন কাজ শুরু করিনি। গত মাসের ১৯ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএম মনজুরুল হক হঠাৎই প্রশাসনের লোকজন নিয়ে বোয়ালঝুড়ি জলাশয়ে না গিয়ে জুগিরকান্দি গ্রামের অন্য জলাশয়ে গিয়ে আমাদের ভাড়া করা চারটি ভেকু কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেন। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই আজ কুমিল্লা আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলার আবেদন করি। বিচারক আমাদের অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

পুড়ে যাওয়া ভেকু মেশিন তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু এলাকার মানুষ মিলে ভেকু মেশিনগুলো এনেছি তাই তাদের সঙ্গে পরামর্শ করে মামলা করতে একটু দেরি হয়ে গেছে। মামলাটি অনেক আগেই করতাম।’

এই বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মঞ্জুরুল আলম বলেন, ‘অভিযোগের বিষয়ে এখনও অফিসিয়ালি কেউ আমাকে জানাননি। অফিসিয়ালি জেনে বলবো সবকিছু।’

/এমএএ/
সম্পর্কিত
সংঘবদ্ধ ধর্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে স্কুলছাত্রী
রিমান্ড শেষে কারাগারে সোলাইমান সেলিমসহ দুজন
অবৈধভাবে ১৫০০ কোটি টাকার সম্পদ অর্জনসাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়