X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নিহত ৩ সন্ত্রাসীর লাশ নেয়‌নি স্বজনরা, বেওয়া‌রিশ হি‌সে‌বে সৎকার

বান্দরবান প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২২

বান্দরবা‌নের রুমার ব‌থিপাড়ায় সেনাবাহিনীর গু‌লি‌তে নিহত তিন সন্ত্রাসীর লাশ কেউই নিতে আসেনি। ফলে পৌরসভার মাধ্যমে কেন্দ্রীয় মার্মা শ্মশা‌নে তাদের সৎকার করা হ‌য়ে‌ছে।

এ তিন সন্ত্রাসী হ‌লেন- রাঙামাটির বিলাইছ‌ড়ির জয় চাকমা, বরক‌লের ঝি‌লিক চাকমা ও রুমার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ‌্যং পাড়ার চমংপ্রু মারমা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের সৎকার করা হয়।

পুলিশ জানায়, ব‌থিপাড়ায় গু‌লি‌তে নিহত তিন সন্ত্রাসীর লাশ নি‌তে কোনও স্বজন আসেনি। প‌রে কর্তৃপক্ষ লাশগু‌লোকে বেওয়া‌রিশ হি‌সে‌বে বান্দরবান পৌরসভা কাছে হস্তান্তর করে। আঞ্জুমান মফিদুলের সহায়তায় তাদের কেন্দ্রীয় মারমা শ্মশা‌নে সৎকার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরা‌জি ব‌লেন, ‘বৃহস্পতিবার তিন জনের লাশ রুমা থানার সামনে এবং শুক্রবার ময়নাতদন্তের পর বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হলেও তা‌দের কোনও স্বজন লাশ নিতে আসেনি। প‌রে পুলিশ বেওয়ারিশ হিসেবে তাদের সৎকারের ব্যবস্থা করে।’

এদিকে, সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সাইফুল আবেদীন শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও রুমা সেনানিবাসে সব সেনা সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় তি‌নি বলেন, ‘নিজের জীবনের চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়াই একজন সৈনিকের কাজ। সৈনিকের রক্ত বৃথা যেতে পারে না। যতই বিপদ আসুক বাংলাদেশ সেনাবাহিনীর কোনও সদস্য সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।’

উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান রুমা উপজেলার বথিপাড়ায় সেনাবা‌হিনী‌র টহল দল‌কে লক্ষ্য ক‌রে সন্ত্রাসীরা গুলি চালা‌য়। এ সময় আত্মরক্ষা‌র্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের গু‌লি‌তে সেনাবা‌হিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হা‌বিবুর রহমান নিহত হন, আহত হন সৈনিক মো. ফি‌রোজ। প‌রে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীর লাশ উদ্ধার ক‌রে সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে এক‌টি এসএম‌টি, তিন‌টি দেশীয় বন্দুক, ২৮০ রাউন্ড গু‌লিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবা‌হিনীর দাবি, সন্ত্রাসীরা জেএসএস (মূল) দলের সদস্য।

/এফআর/
সম্পর্কিত
তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে