X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নিহত ৩ সন্ত্রাসীর লাশ নেয়‌নি স্বজনরা, বেওয়া‌রিশ হি‌সে‌বে সৎকার

বান্দরবান প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২২

বান্দরবা‌নের রুমার ব‌থিপাড়ায় সেনাবাহিনীর গু‌লি‌তে নিহত তিন সন্ত্রাসীর লাশ কেউই নিতে আসেনি। ফলে পৌরসভার মাধ্যমে কেন্দ্রীয় মার্মা শ্মশা‌নে তাদের সৎকার করা হ‌য়ে‌ছে।

এ তিন সন্ত্রাসী হ‌লেন- রাঙামাটির বিলাইছ‌ড়ির জয় চাকমা, বরক‌লের ঝি‌লিক চাকমা ও রুমার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ‌্যং পাড়ার চমংপ্রু মারমা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের সৎকার করা হয়।

পুলিশ জানায়, ব‌থিপাড়ায় গু‌লি‌তে নিহত তিন সন্ত্রাসীর লাশ নি‌তে কোনও স্বজন আসেনি। প‌রে কর্তৃপক্ষ লাশগু‌লোকে বেওয়া‌রিশ হি‌সে‌বে বান্দরবান পৌরসভা কাছে হস্তান্তর করে। আঞ্জুমান মফিদুলের সহায়তায় তাদের কেন্দ্রীয় মারমা শ্মশা‌নে সৎকার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরা‌জি ব‌লেন, ‘বৃহস্পতিবার তিন জনের লাশ রুমা থানার সামনে এবং শুক্রবার ময়নাতদন্তের পর বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হলেও তা‌দের কোনও স্বজন লাশ নিতে আসেনি। প‌রে পুলিশ বেওয়ারিশ হিসেবে তাদের সৎকারের ব্যবস্থা করে।’

এদিকে, সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সাইফুল আবেদীন শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও রুমা সেনানিবাসে সব সেনা সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় তি‌নি বলেন, ‘নিজের জীবনের চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়াই একজন সৈনিকের কাজ। সৈনিকের রক্ত বৃথা যেতে পারে না। যতই বিপদ আসুক বাংলাদেশ সেনাবাহিনীর কোনও সদস্য সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।’

উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান রুমা উপজেলার বথিপাড়ায় সেনাবা‌হিনী‌র টহল দল‌কে লক্ষ্য ক‌রে সন্ত্রাসীরা গুলি চালা‌য়। এ সময় আত্মরক্ষা‌র্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের গু‌লি‌তে সেনাবা‌হিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হা‌বিবুর রহমান নিহত হন, আহত হন সৈনিক মো. ফি‌রোজ। প‌রে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীর লাশ উদ্ধার ক‌রে সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে এক‌টি এসএম‌টি, তিন‌টি দেশীয় বন্দুক, ২৮০ রাউন্ড গু‌লিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবা‌হিনীর দাবি, সন্ত্রাসীরা জেএসএস (মূল) দলের সদস্য।

/এফআর/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি