X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সেন্টমার্টিনের সৈকতে হঠাৎ দেখা মিললো কচ্ছপের

টেকনাফ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৫

পর্যটকদের ভিড়, জেলেদের অবাধ শিকার আর দূষণ কচ্ছপদের ঠেলে দিয়েছিল দূরে। কিন্তু বর্তমানে পর্যটক কম থাকায় সেন্টমার্টিনের সৈকতে হঠাৎই দেখা মিলেছে কচ্ছপের। শনিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইটায় সেন্টমার্টিনের কোনা সৈকতে এসে একটি কচ্ছপ ১০৮টি ডিম দিয়ে সাগরে ফিরে যায়। এ দৃশ্য স্থানীয় একজন ভিডিওতে ধারণ করেন।

স্থানীয় সংবাদকর্মী মো. জয়নাল জানান, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের চাপসহ বিভিন্ন কারণে কচ্ছপ দেখার সুযোগ হয়নি অনেকদিন। কিন্তু হঠাৎ দ্বীপের কোনাপাড়া সৈকতের পাড়ে এসে দিনদুপুরে একে একে ১০৮টি ডিম দেয় একটি কচ্ছপ। পরিবেশকর্মীরা এসে ডিমগুলো তাদের হ্যাচরিতে নিয়ে যান।

কচ্ছপটি ১০৮টি ডিম দিয়ে সাগরে ফিরে যায় এ বিষয়ে সেন্টমার্টিন পরিবেশ অধিদফতরের অফিস সহকারী আবদুল আজিজ জানান, কমপক্ষে চার বছর পর প্রবাল দ্বীপে এমন দৃশ্য দেখা গেছে। এটি খুবই ভালো দিন। মূলত দ্বীপে পর্যটকদের চাপসহ পরিবেশ বিপর্যয়ের কারণে কচ্ছপগুলো আসার সুযোগ পায়নি। ডিমগুলো পরিবেশ অধিদফতরের মেরিন পার্কে নিয়ে রাখা হয়েছে।

মৎস্য ও পরিবেশ অধিদফতরের তথ্যমতে, গত পাঁচ বছরে সেন্টমার্টিন দ্বীপসহ কক্সবাজারের প্রায় ১২৫ কিলোমিটার সৈকতে ডিম পাড়তে এসে মারা গেছে কমপক্ষে চার হাজার মা কচ্ছপ। ডিম খেয়ে ফেলেছে বেওয়ারিশ কুকুর। দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার।

জানতে চাইলে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন বলেন, ‘পর্যটকদের অবাধ যাতায়াত, সৈকতে লাইটিং, রাতে উচ্চমাত্রায় শব্দ ও কুকুরের উৎপাতে সেন্টমার্টিন সৈকত উপকূলে মা কচ্ছপ ডিম দিতে আসছে না। এখন কিছুটা পর্যটক কমেছে বলে একটি কচ্ছপ সৈকতে ডিম দিয়ে আবার সাগরে ফিরে গেছে। তা ছাড়া এখন ডিম ছাড়ার মৌসুম চলছে। ফলে দ্বীপে পর্যটকসহ নিষিদ্ধসহ সব নিষেধাজ্ঞা বাস্তবায়ন দরকার।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
দেশীয় জাতের গবাদিপশু বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা সম্ভব: প্রাণিসম্পদ উপদেষ্টা
নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে জরিপ ও গবেষণা জাহাজ, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
৯৯ কোটি টাকার জাল ও মাছ জব্দ
সর্বশেষ খবর
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল