X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাইকালে জিয়াউদ্দিন পারভেজ (২৩) নামে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে তাকে আটক করেছে। এ সময় তার কাছে এক সেট পুলিশের ইউনিফর্ম পাওয়া যায়।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চরফকিরা ইউনিয়নের ১৬ নম্বর স্লুইচ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন পারভেজের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি কচুয়া গ্রামে। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল পদে কর্মরত।

স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টায় জিয়াউদ্দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে চালকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ভুক্তভোগী চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউদ্দিনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরিচের গুঁড়ার প্যাকেট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে যান। রাত ১২টায় জিয়াউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। 

ওসি সাজ্জাদ রোমন জানান, জিয়াউদ্দিন পারভেজ ৩ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িতে যান। ছুটি শেষে রবিবার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
তেজগাঁওয়ে বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেফতার ১৩
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড' পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড' পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল