X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাইকালে জিয়াউদ্দিন পারভেজ (২৩) নামে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে তাকে আটক করেছে। এ সময় তার কাছে এক সেট পুলিশের ইউনিফর্ম পাওয়া যায়।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চরফকিরা ইউনিয়নের ১৬ নম্বর স্লুইচ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন পারভেজের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি কচুয়া গ্রামে। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল পদে কর্মরত।

স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টায় জিয়াউদ্দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে চালকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ভুক্তভোগী চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউদ্দিনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরিচের গুঁড়ার প্যাকেট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে যান। রাত ১২টায় জিয়াউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। 

ওসি সাজ্জাদ রোমন জানান, জিয়াউদ্দিন পারভেজ ৩ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িতে যান। ছুটি শেষে রবিবার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া