X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাইকালে জিয়াউদ্দিন পারভেজ (২৩) নামে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে তাকে আটক করেছে। এ সময় তার কাছে এক সেট পুলিশের ইউনিফর্ম পাওয়া যায়।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চরফকিরা ইউনিয়নের ১৬ নম্বর স্লুইচ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন পারভেজের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি কচুয়া গ্রামে। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল পদে কর্মরত।

স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টায় জিয়াউদ্দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে চালকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ভুক্তভোগী চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউদ্দিনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরিচের গুঁড়ার প্যাকেট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে যান। রাত ১২টায় জিয়াউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। 

ওসি সাজ্জাদ রোমন জানান, জিয়াউদ্দিন পারভেজ ৩ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়িতে যান। ছুটি শেষে রবিবার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ