X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নোয়াখালীতে মন্দির থেকে দুটি মূর্তি চুরি

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৭

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রী শ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা করেছেন মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট।

পুলিশ জানায়, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। মন্দিরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা মূর্তিটি চুরি করেছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, রবিবার সারাদিন পূজার সময় রাধাগোবিন্দের দুটি বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়নকক্ষে রাখা হয়। সোমবার ভোর ৫টায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষের দরজা ভাঙা এবং রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে থাকতে দেখি।

মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, মন্দিরের সিসিটিভির ফুটেজে দেখা যায়, রবিবার রাত ৩টা ৩৬ মিনিটে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করছেন। মন্দিরের দরজা ভেঙে শয়নকক্ষ থেকে রাধাগোবিন্দের দুটি মূর্তি নিয়ে যান ওই ব্যক্তি। সকালে মন্দিরের পুরোহিত আমাকে ঘটনাটি জানান। পরে বিষয়টি সুধারাম থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভির ফুটেজ জব্দ করে। 

তিনি বলেন, গত ৭০ বছরে কখনও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেনি। এ ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি হওয়া দরকার।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা হয়েছে। দোষী ব্যক্তিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই