X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মার্চ ২০২২, ২২:২৮আপডেট : ১৫ মার্চ ২০২২, ২২:৫৬

হাসপাতালে ক্যানসার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রেমিক মাহমুদুল হাসান। ৯ মার্চ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে তাদের বিয়ে হয়। হাসপাতালের বেডেই বর-কনে সেজে বিয়ে করেন তারা।

মাহমুদুল হাসান (৩০) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালীর সাবেক চেয়ারম্যান আজিজুল হকের ছেলে। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। পাশাপাশি চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ার বাসিন্দা ফাহমিদা কামাল (২৫) আইইউবি থেকে এমবিএ করেছেন।

বিয়ের বিষয়ে মাহমুদুল হাসান বলেন, ‌‘আমি ফাহমিদাকে অনেক ভালোবাসি। দীর্ঘদিন ধরে ফাহমিদা ক্যানসার আক্রান্ত। সবকিছু জেনে বুঝে তাকে বিয়ে করেছি। এমনকি স্ত্রীর যাবতীয় সব চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।’

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে ফাহমিদা ও মাহমুদুলের পরিচয়। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে যান দুজন। পরে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে ব্যাঘাত ঘটায় ফাহমিদার মরণঘাতী ক্যানসার। ২০২১ সালের জানুয়ারিতে ক্যানসার ধরা পড়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ এক বছর চিকিৎসার পর সেখানকার চিকিৎসকরা জানান, ফাহমিদার চিকিৎসা আর সম্ভব নয়, ইঙ্গিত দেন বেঁচে থাকার সম্ভাবনা কম। এরপর পরিবারের সদস্যরা ফাহমিদাকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করান। সেখানে ডা. সাজ্জাদ বিন ইউসুফের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। কিন্তু ক্রমাগত ফাহমিদার শারীরিক অবস্থার অবনতি হয়।

সবকিছু জেনেও ফাহমিদাকে বিয়ে করতে চান মাহমুদুল হাসান। পরিবারকে নিয়ে এসে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে ফাহমিদার পরিবার রাজি হয়নি। পরে ফাহমিদা সম্মতি দিলে পরিবার রাজি হয়। ৯ মার্চ রাতে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে তাদের বিয়ে হয়।

ফাহমিদার মামা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন সাকী বলেন, বিয়েতে ফাহমিদাকে পরানো হয় লাল বেনারসি শাড়ি। মাহমুদুল হাসান পায়জামা-পাঞ্জাবি পরে। এক টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। দুজন মিলে কেক কাটে, মালা বদল করে। খেজুর ও মিষ্টি খাওয়ানো হয়।

সাইফুদ্দিন সাকী আরও বলেন, ফাহমিদা এখন নানা যন্ত্রণায় ভুগছে। একটু ভালো অনুভব করায় হাসপাতাল থেকে গতকাল সোমবার রাত ৯টার দিকে বাসায় নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে আবারও অসুস্থতাবোধ করে। সকালে তাকে পুনরায় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালে আছে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফাহমিদা। তার বড় বোন স্বামীর সঙ্গে চীনে থাকে। ছোট ভাই একটি কলেজে পড়ে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!