X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

সারাদেশের ঝুঁকিপূর্ণ নৌপথে ছোট লঞ্চ-স্পিডবোট চলাচল নিষিদ্ধ

ইব্রাহীম রনি, চাঁদপুর
২৩ মার্চ ২০২২, ১৯:০৭আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:০৭

দুর্ঘটনা এড়াতে আগামী সাত মাস সারাদেশের ঝুঁকিপূর্ণ নৌপথে এমবি-এসপিবি শ্রেণির লঞ্চ, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৩ মার্চ) বিআইডব্লিউটিএ’র বিশেষ বন্দর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর কালবৈশাখী/দুর্যোগপূর্ণ আবহাওয়া চলমান থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই সময়ে নৌ-দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেক বেশি থাকে বিধায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিধিমালা অনুযায়ী নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ঝুঁকিপূর্ণ নৌপথসমূহে এমবি-এসপিবি শ্রেণির নৌযান চলাচলের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিধান রয়েছে। তাই চাঁদপুর নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন ঝুঁকিপূর্ণ নৌপথসমূহে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

একই সঙ্গে নিষিদ্ধ সময়ে এসব নৌযান চলাচল বন্ধে নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এমবি-এসপিবি শ্রেণির নৌযান, যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও চাঁদপুর নদী বন্দরের আওতাধীন চাঁদপুরের পুরানবাজার থেকে শরীয়তপুরের আলুরবাজার ফেরিঘাট ও উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান ঘাট; লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট সংলগ্ন ক্যাম্পার খাল ও মতির হাট থেকে ভোলার ইলিশা ফেরিঘাট; শরীয়তপুরের নড়িয়া থেকে মুন্সিগঞ্জের মাওয়া এবং লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে ভোলার মির্জাকালু ও দৌলতখাঁ এলাকায় ঝুঁকিপূর্ণ নৌপথে কতিপয় স্বার্থান্বেষী মহল অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্পিডবোট ও ট্রলারযোগে যাত্রী পরিবহন করছে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মৌসুমে দুর্ঘটনা ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এমবি-এসপিবি শ্রেণির নৌযান এবং রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন নৌযানের মাধ্যমে যাত্রী পরিবহন বন্ধ রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হলো।’

একেএম কায়সারুল ইসলাম বলেন, এমবি অর্থাৎ মোটর বোট আর এসপিবি হলো স্পিডবোট। মোটর বোটের আওতায় কিছু ছোট লঞ্চ আছে। কারণ, এমভি, এমবি এবং এমএল; তিন প্রকৃতির লঞ্চ হয়ে থাকে। স্বাভাবিকভাবে ঢাকা-চাঁদপুর রুটে যে লঞ্চগুলো যাতায়াত করে সেগুলো এমভি। তবে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী দু’একটি এমবি শ্রেণির লঞ্চ আছে। ট্রলার, স্পিডবোটসহ ছোট নৌযানে শরীয়তপুরসহ বিভিন্ন জেলার যাত্রীদের পারাপার করা হয়। তাই দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্যই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সরকারি দুটি জাহাজের নাম পরিবর্তন
ব্রহ্মপুত্র নৌপথে ঈদযাত্রায় ডাকাত আতঙ্ক, আছে অতিরিক্ত ভাড়ার খড়গ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজে আন্তরিক হওয়ার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার
সর্বশেষ খবর
মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক
মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক
১.৩ বিলিয়ন ডলারের বিষয়ে যা জানালো আইএমএফ
১.৩ বিলিয়ন ডলারের বিষয়ে যা জানালো আইএমএফ
শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট
৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট
সর্বাধিক পঠিত
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী