X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু নিহত 

নোয়াখালী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২৩:১১আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২৩:১১

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস (৩) নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পিতা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার ঘটনায় অভিযুক্ত রিমন (২৫) একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের দানিজ বেপারী বাড়ির মমিন উল্যার ছেলে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ।’

নিহতের মামাতো ভাই ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, ‘কয়েক দিন আগে আমাদের বাড়ির আল আমিন নামে এক ব্যক্তি রিমনের চাচা মো. বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। বাদশা ওই জায়গা থেকে ছয় ফুট মাটি কাটে। এরপর আরও মাটি কাটতে গেলে, বাড়ির লোকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার সহযোগী রহিম, মহিন, সুজনসহ আরও কয়েকজন গত দুই দিন একাধিকবার বাড়িতে এসে গোলাগুলি করে। আমার গর্ভবতী ভাগ্নির পেটেও লাথি দেয়। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে পুলিশ ওই নারীকে প্রথমে চিকিৎসা দিতে বলে।’

তিনি আরও বলেন, ‘মাটি কাটার বিরোধের জেরে বুধবার বিকাল ৪টায় রিমনের নেতৃত্বে রহিম, মহিন ও সুজনসহ ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী ব্যক্তি মালকার বাপের দোকান এলাকায় অবস্থিত আমার দোকানে এসে গালিগালাজ শুরু করে। ওই সময় আমার মামা মাওলানা আবু জাহের শিশু সন্তান জান্নাতকে নিয়ে দোকানে আসেন। সন্ত্রাসী রিমন মামাকে দোকানে দেখে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে এবং বলে তোর শেল্টারে এসব হচ্ছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে গুলি চালায় সে। এরপর মামা দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে পালাতে থাকেন। এ সময় রিমন ও তার বাহিনীর সদস্যরা পিছন থেকে পুনরায় মামাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় শিশু জান্নাতের মাথা ও কানে এবং মামার চোখে গুলি লাগে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় জান্নাতের মৃত্যু হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক