নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চরহাজারী ইউনিয়নের সদস্য মো. শাহ আলম (৬২) মারা গেছেন। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় তার এক ছেলের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া হয়। খবর পেয়ে শাহ আলম ঘটনাস্থলে গেলে ঝগড়া থামাতে গিয়ে স্থানীয়দের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। মৃতের পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।