কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অংশ নিলে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জেলা বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দফতর সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন রবিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সেই পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির হাইকমান্ডের ওই সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পদ-পদবি ব্যবহার করে নির্বাচনি কার্যক্রমে অংশ নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় অংশ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে এবার নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। যে কারণে তাদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পরই দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য এমন নির্দেশনা আসে।