X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অপেক্ষা ভোটের, ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে দুশ্চিন্তা

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২২, ২২:০৭আপডেট : ১৫ জুন ২০২২, ০৩:০৪

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হচ্ছে ভোটগ্রহণ। তবে এই নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো। মোট ১০৫টি কেন্দ্রে সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। এর মধ্যে প্রায় ৯০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

তবে নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। অন্যদিকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন স্থগিতের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনের ১০৫টি ভোট কেন্দ্রের ৯০টির মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। বিভিন্ন এলাকা ও ঘটনার পরিপ্রেক্ষিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। গত বছরের ২২ নভেম্বর নিজ কার্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল ও সঙ্গী হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। যে কারণে ১৭ নম্বর ওয়ার্ড পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছে। এদিকে, সদর দক্ষিণের ৯টি ওয়ার্ডের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি কেন্দ্র, ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সবকটি কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ভোটের দিন ২৭ ওয়ার্ডের সব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজার ৬০৮ জন সদস্য নিয়োজিত থাকবে। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩০টি টিম, ১০৫ কেন্দ্রে এক হাজার ২৬০ আনসার সদস্য ও এপিবিএনের ৫০ জন সদস্য নিরাপত্তা রক্ষায় থাকবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ বলে কোনোটা বেশি আবার কোনোটা কম গুরুত্ব পাবে- বিষয়টা এমন নয়। সব কেন্দ্রই আমাদের নজরে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনও প্রস্তুত আছে।

এই নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয় গত ২৮ মে। শেষ হয় সোমবার (১৩ জুন) মধ্যরাতে। প্রচারে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানালেও তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নির্বাচনে মেয়র পদে পাঁচ, ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটিতে ভোটারের সংখ্যা দুই লাখ ২৯ হাজার। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন।

এই নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল