X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০২২, ০৯:৫৬আপডেট : ১৫ জুন ২০২২, ১০:০৭

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ইউনিয়নগুলো হলো—সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন, বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ও আইয়ুবপুর ইউনিয়ন।

সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মূলগ্রাম, দরিয়াদৌলত ও আইয়ুবপুর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। কোনও ধরনের বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কালিসীমা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে শাহনাজ আক্তার ও রানু বেগম জানান, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

ভোটার অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ স্বপন বলেন, ‘শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি এটাই বড় কথা।’

সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

এদিকে সকাল ৯টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই কালিসীমা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি। কোনও ধরনের বিরতি ছাড়া বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে মোট ১৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পদে ৪২ জন।

তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন অফিসারসহ মোট পাঁচ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নে এক প্লাটুন বিজিবি সদস্য ও র‍্যাবের একটি পিম দায়িত্ব পালন করছেন। প্রতি তিনটি ওয়ার্ডের জন্য পুলিশের একটি মোবাইল ও স্টাইকিং ফোর্স কাজ করছে। এছাড়া চারটি ইউনিয়নে তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার