X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড়ধস

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৭:১৭আপডেট : ২০ জুন ২০২২, ১৭:১৭

খাগড়াছড়িতে টানা বর্ষণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুন) সকালে সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কলাবাগান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, টানা বর্ষণে ঢলের সঙ্গে পাহাড়ধসে বাড়িঘরের ওপর চাপা পড়ে। এ সময় কয়েকটি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ধসের পরপরই আশপাশের বাড়ির লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খুললেও সেখানে যাননি পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারী মানুষজন। এর আগে পাহাড়ধসের শঙ্কার কথা জানিয়ে নিরাপদে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। 

স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলা শহর ও দীঘিনালার মাইনি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেরুং ইউনিয়নের চিটাগাংপাড়াসহ অন্তত ৫০টি বসতঘরে পানি ঢুকেছে। 

দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, ‘টানা বর্ষণে নদীর পানি বেড়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসঙ্গে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে বলেছি আমরা। কিন্তু এখনও তারা যাননি।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জেলার যেসব নিম্নাঞ্চলে পানি উঠেছে, সেসব এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ৩০০ ঘর হস্তান্তর
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়