X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে কলেজের অধ্যক্ষকে মারধর, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৭:১৩আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭:১৩

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিঅ্যান্ডবি রাস্তা সংলগ্ন একটি দোকানের সামনে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় মাইন উদ্দিন শাহীনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকা থেকে মাইন উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে চাটখিল বাজারের একটি দোকান থেকে সোমপাড়া কলেজের প্রয়োজনীয় বৈদ্যুতিক মালামাল কিনে ফেরার পথে অধ্যক্ষ মহিউদ্দিনকে মারধর করে মাইন উদ্দিনসহ কয়েকজন। এ সময় অধ্যক্ষের মাথায় আঘাত করা হয়। পরে অধ্যক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। অধ্যক্ষের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘হামলার ঘটনায় অধ্যক্ষ মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ