X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিখোঁজের ৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২:৩২

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুবাইপ্রবাসী এক পর্যটক নিখোঁজের তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পর্যটন এলাকার দারোগা পাহাড় এলাকার লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, বিকাল ৩টার দিকে নিখোঁজ হন তিনি। মারা যাওয়া পর্যটকের নাম রুবায়েত রশিদ (২৬)। তিনি চট্টগ্রামের কাট্টলী এলাকার বাসিন্দা।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, বিকাল ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হন। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী রুবায়েত রশিদের বন্ধু মো. সাজিদ বলেন, দুপুর ১টার দিকে আমরা পাঁচ বন্ধু মিলে লেকের ঘাট থেকে বোট নিয়ে ঘুরতে যাই। দারোগা পাহাড় এলাকার পরিবেশ ভালো লাগায় সেখানে কিছুক্ষণ বসে সময়
কাটাই। বিকাল ৩টার দিকে রুবায়েত গোসল করতে নামতে চাইলে আমরা ও নৌকাচালক নিষেধ করি। এরপরও সে গোসলে নেমে যায়। কিছুক্ষণ পরই ডুবে যায়।

তিনি আরও বলেন, রুবায়েতের বাবা ও বড় ভাই দুবাই থাকেন। কয়েক মাস হলো দেশে এসেছে রুবায়েত। কিছুদিন পর চলে যাওয়ার কথা ছিল। বন্ধের দিন থাকায় শুক্রবার বন্ধুরা মিলে বেড়াতে এসেছিলাম। তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। আমাদের সবার বাড়ি চট্টগ্রামে।

পর্যটন ঘাটের ইজারাদার মো. রমজান আলী বলেন, দুপুরে ঘাট থেকে বোট নিয়ে ভ্রমণে বের হন তারা। বিকাল ৩টার দিকে এক পর্যটক নিখোঁজের সংবাদ দেন বোটচালক। সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাঙামাটির কোতোয়ালি থানার এসআই আশরাফ হোসেন বলেন, লাশ উদ্ধারের পর রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

/এএম/এফআর/
সম্পর্কিত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
কচুরিপানা আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়