X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৫৬ দিনে মাদক মামলার রায়, যুবকের ৪ বছর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৭:১৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক যুবককে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (০৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া (৩০) কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

আদালত সূত্র জানায়, জুয়েল মিয়ার বিরুদ্ধে দেশের থানায় অস্ত্র, মাদক ও হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা থাকায় পলাতক ছিলেন। গত ১১ জুন তাকে কুমিল্লার কান্দিরপাড় থেকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন র‍্যাবের এসআই আব্দুল মান্নান বাদী হয়ে কসবা থানায় মামলা করেন। মামলাটি পরে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মামলার ১৪ দিনের মাথায় ২৬ জুন গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরে মামলাটি পর্যালোচনা করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় দেন আদালত। মামলা দায়েরের ৫৬ দিনের মাথায় সব প্রক্রিয়া শেষ হয়। তবে অস্ত্র মামলাটি জেলা জজ আদালতে বিচারাধীন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির উদ্দিন আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে মামলার রায় দিয়েছেন বিচারক। রায়ে আমরা সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‌মামলায় অনেক ফাঁকফোকর রয়েছে। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবো।

/এএম/
সম্পর্কিত
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
কুড়িগ্রামে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন