X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নুরকে ৭ কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৯:১৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:১৮

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগ সভাপতির করা মামলায় এ নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ নির্দেশ দেন।

মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নুর। লাইভে নির্বাচন কমিশন, সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এছাড়া মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন নুর।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছর ২০ ডিসেম্বর আদালতে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সে সময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ মামলাটি দীর্ঘ দুই বছরের বেশি সময় তদন্ত শেষে দুই মাস আগে আদালতে প্রতিবেদন দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দুই মাস আগে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। আজ আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক।’

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। আজ মামলার শুনানি হয়। শুনানিতে নুরুল হক নুরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক। আগামী সাত কার্যদিবসের মধ্যে যদি আসামি আদালতে হাজির না হন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।’

মামলার বাদী রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমি আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, ন্যায়বিচার পাবো।’

/এএম/
সম্পর্কিত
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে