X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

লংগদুতে একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ০৩:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৩:৩৪

রাঙামাটির লংগদুতে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রবিবার রাতে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনি রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই স্থানে ছাত্রলীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় কাপ্তাই উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সোমবার সকালে লংগদু উপজেলার মাইনী বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশস্থলে রবিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কর্মসূচি ঘোষণা করে লংগদু উপজেলা আওয়ামী লীগ। ফলে দুই দলের নেতাকর্মীদের মুখোমুখি পরিস্থিতি এড়াতে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনি রায় বলেন, উভয় দল একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

প্রশাসনের এ নির্দেশনাকে ‘অগণতান্ত্রিক’ ও ‘স্বেচ্ছাচারী’ বলছেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। তিনি বলেছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির বিষয়ে প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল। সারা দেশের মতো সরকারবিরোধী দলকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মসূচি পালনে বাধা দিচ্ছে, যা খারাপ বার্তা দিচ্ছে। এর আগে কাপ্তাইতে একই কাজ করেছে প্রশাসন।

লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বলেছেন, 'আমরা ছয়টি ইউনিয়নে কর্মসূচি পালন করতে প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়েছি। পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করেছি। সোমবার মাইনী বাজারে কর্মসূচির মাধ্যমে শেষ হতো আমাদের কার্যক্রম। কিন্তু রবিবার আওয়ামী লীগ মিছিল করে আমাদের সমাবেশস্থলে কর্মসূচি ঘোষণা করে পরিস্থিতি ঘোলাটে করেছে। তাই প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে। রাতে ইউএনও, পুলিশ আমাকে ফোন করে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা প্রশাসনের এ নির্দেশনা অবশ্যই মানবো। তবে আওয়ামী লীগ যা করেছে, ভালো করেনি। তারা বিএনপির জনপ্রিয়তা দেখে ভয়ে এসব করছে।’

লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন, 'বিএনপি সারা দেশের মতো লংগদুতেও ত্রাসের রাজত্ব কায়েম ও অরাজকতা করার সুযোগ নিতে চাইছে। এছাড়া তারা দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এরই প্রতিবাদে রবিবার বিকালে মাইনী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সোমবার কর্মসূচি ঘোষণা করেছি। এখন যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে সেহেতু আমরা কর্মসূচি পালন থেকে বিরত থাকবো।’

প্রসঙ্গত, এর আগে রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেখানে তাই কোনও দলই কর্মসূচি পালন করতে পারেনি।

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
ঘরে থাকা মসলায় বিফ চাপ
ঘরে থাকা মসলায় বিফ চাপ
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!