X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

যক্ষ্মাবাজারে ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৯:০৬আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৯:০৬

রাঙামাটির জুরাছড়িতে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গুরাছড়ি ইউনিয়নের যক্ষ্মাবাজারে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ।

এক অফিস আদেশে তিনি জানান, বুধবার জুরাছড়ি উপজেলার যক্ষ্মাবাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। অন্যদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও গ্রেনেড হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে তারেক রহমানকে দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে একই স্থানসহ হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ।

একই স্থানে একই সময়ে বাংলাদেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং জনস্বার্থে জুরাছড়ি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যক্ষ্মাবাজার থেকে হাসপাতাল এলাকা ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সব ধরনের সমাবেশ, মিটিং মিছিল, লোক সমাগম ও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থি নিষিদ্ধ করা হয়েছে। তবে এই আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য হবে না।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সরকার আইনকে হাতিয়ার করে যেভাবে বিরোধী দলের কর্মসূচি ভণ্ডুল করছে। সেটার কারণে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। সরকারের কাছে অনুরোধ থাকবে, এইভাবে যেন আইনের অপপ্রয়োগ না করে। এটা পূর্বনির্ধারিত কর্মসূচি ও প্রশাসনকেও জানিয়েছি। এর আগে লংগদু, কাপ্তাই ও রাঙামাটি শহরেও ১৪৪ ধারা জারি করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। যত্রতত্র আইনের এমন ব্যবহার না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

জুরাছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলে, ‘জুরাছড়িতে আমাদের আগস্টের কর্মসূচি ছিল। বিএনপির কর্মসূচির কারণে প্রশাসন হয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। বিএনপি বিভিন্নস্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও উসকানি দিয়ে পরিস্থিতি অশান্ত করছে।’

/এফআর/
সম্পর্কিত
আড়াই মাস পর রাঙামাটির চার উপজেলায় লঞ্চ চলাচল শুরু
রাঙামাটিতে পানিবন্দির সংখ্যা বাড়ছে
রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান অভিবাসন খাতের সুশীল সমাজের
সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান অভিবাসন খাতের সুশীল সমাজের
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২