X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রেমের জেরে রাকিবকে হত্যা, অংশ নেয় ‘বন্ধু’

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯

খাগড়াছড়ির পানছড়ি থানার আলীনগর গ্রামের আলী হোসেনের ছেলে রাকিব হোসেনকে হত্যার প্রায় ১৭ মাস পর রহস্য উদঘাটন হয়েছে। গত ৫ সেপ্টেম্বর গ্রেফতারের পর হত্যাকাণ্ডে জড়িত তারই বন্ধু আরিফুল ইসলাম (২০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের বিচারক জাহেদ হোসেন আরিফুলের জবানবন্দি গ্রহণ করেন। আরিফুল আলীনগর গ্রামের বাহাদুর মিয়ার ছেলে। হত্যার শিকার রাকিব হোসেন পানছড়ি কলেজের ছাত্র ছিলেন।

হত্যার দায় স্বীকার করে আরিফুল জানান, রাকিব তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কলেজে পড়ার সময় স্থানীয় রিপন মেম্বারের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাকিবের। বিষয়টি মেম্বারের ছেলে আবুল হোসেন জেনে যান। এরপর তাকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনায় রাকিবের বন্ধু আরিফুল অংশ নেন।

২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় রাকিবের সঙ্গে পানছড়ি বাজারে দেখা করেন। এরপর বাড়ি যাওয়ার জন্য তার মোটরসাইকেলে রওনা দেন আরিফুল। দুই জনের বাড়ি পাশাপাশি। তবে আরিফুলের বাড়ি একটু আগে হওয়ায় মোটরসাইকেল থেকে নেমে যান। সঙ্গে সঙ্গে খবরটি ভাড়াটিয়া খুনি তুলা মিয়াকে জানিয়ে দেন আরিফুল। এরপর ভুক্তভোগী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল কনকবাগানের দক্ষিণ পূর্ব কোণে পৌঁছালে চার জন সহযোগী নিয়ে রাকিবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তুলা মিয়া। এতে রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। আহত অবস্থায় দৌড়ে আরিফুলের বাড়িতে গিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা মাথায় গামছা দিয়ে বেঁধে দেন। এরপর প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ২০ জানুয়ারি ভোরে রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা করেন। পরে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেন। এরপর বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে চট্টগ্রাম পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। পিবিআই চট্টগ্রাম জেলার এসআই পরিতোষ দাশ মামলার তদন্তের দায়িত্ব পান।

তিনি বলেন, ‌‘গত ৫ সেপ্টেম্বর পানছড়ি বাজার থেকে আরিফুলকে গ্রেফতার করা হয়। এরপর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হয়েছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ