X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘরে ফিরেই মাকে জড়িয়ে ধরলেন রুপনা, হাতে তুলে দিলেন ট্রফি

জিয়াউল হক, রাঙামাটি
৩০ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:১১

সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয় করে দীর্ঘ তিন মাস পর বাড়ি ফিরেছেন বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমা। বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে হাতে তুলে দেন সাফ সেরা গোলরক্ষকের ট্রফিটি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ভুইয়াদম রংধনু যুব সংঘ ও গ্রন্থাগার এবং এলাকাবাসীর ব্যানারে সাফজয়ী রুপনা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা। বিশেষ অতিথি ছিলেন নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসন্তী চাকমা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাঙামাটির ভেদভেদী এলাকা থেকে একটি মোটরসাইকেল র‌্যালির মাধ্যমে তাকে ভুইয়াদম গ্রামে নিয়ে যান এলাকাবাসী।

প্রায় পাঁচ শতাধিক মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। খেলা শেষে তিন মাস পর বাড়িতে ফিরেছেন সাফ সেরা গোলরক্ষক। এ সময় জড়িয়ে ধরে ট্রফিটি মায়ের হাতে তুলে দেন তিনি।

ঘরে ফিরেই মাকে জড়িয়ে ধরলেন রুপনা, হাতে তুলে দিলেন ট্রফি

এ সময় রুপনা চাকমা বলেন, আমি প্রায় তিন মাস পর বাড়ি এসেছি। আজ গ্রামবাসী যেভাবে আমাকে বরণ করে নিয়েছে এতে আমি ও আমার পুরো পরিবার খুবই আনন্দিত। গ্রামবাসী ও দেশবাসী যেভাবে আমাদের সম্মান দিচ্ছেন এটিকে ধরে রাখতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। দেশের জন্য আরও ভালো খেলতে হবে। আমি সবার প্রতি অনুরোধ করবো যাতে আমাদের জন্য সবাই দোয়া করেন।

তিনি আরও বলেন, আমার জন্য নয়, গ্রামবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন, আমার এলাকায় বাঁশের সাঁকোর পরিবর্তে যেন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন।

নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এই দুর্গম এলাকা থেকে সাফ সেরা গোলরক্ষক হয়েছেন রুপনা চাকমা। ইচ্ছে শক্তি থাকলে সবকিছু সম্ভব সেটি তিনি প্রমাণ করেছেন। রুপনার জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে। শুধু রুপনাই নন, এই এলাকায় যেকোনও প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।

ঘরে ফিরেই মাকে জড়িয়ে ধরলেন রুপনা, হাতে তুলে দিলেন ট্রফি

রুপনার ঘরের কাজের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, সবকিছু প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঘর নির্মাণের অনুমতি পেলেই কাজ শুরু করা হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল বলে রুপনাদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাগুলো প্রত্যন্ত এলাকা থেকে বের করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খেলাধুলা পছন্দ করেন।

রুপনার মা বলেন, অনেক দিন পর আমার মেয়ে বাড়িতে এসেছে। আমি খুবই খুশি। আমার মেয়েকে গ্রামবাসী যেভাবে সংবর্ধনা দিয়েছে এতে আমি খুবই খুশি। আপনারা আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, যেন দেশের জন্য আরও ভালো খেলতে পারে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাফে আলো ছড়িয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের
‘শুধু সাফের দেশ থাকলে ফাইনালে যেতাম, ট্রফিও জিততে পারতাম’
অর্ধ কোটি টাকা পুরস্কার পেলেন জামাল ভূঁইয়ারা
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়