X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কক্সবাজারের ৩০৫ মণ্ডপে দুর্গোৎসব শুরু

কক্সবাজার প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ২২:২৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২২:২৫

অপেক্ষার পালা শেষে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা ঘিরে চারদিকে এখন উৎসবের আমেজ। শনিবার (০১ অক্টোবর) কয়েকটি মণ্ডপ ঘুরে এই দৃশ্য দেখা গেছে। 

এদিকে, এখনও জেলার কয়েকটি স্থানে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। আর সামর্থ্য অনুযায়ী কারিগর এনে প্রতিমা তৈরি করছেন পূজার আয়োজকরা। 

এ বছর কক্সবাজারে ৩০৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ১৪৮টিতে প্রতিমা ও ১৫৭টি ঘট পূজা। তবে প্রতিমা পূজাকে ঘিরে দুর্গাপূজার সব কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার ৩০৫টি মণ্ডপের জন্য ১৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতোমধ্যে মহালয়ার শুভ আচার—অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা। এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আসবেন। ৫ অক্টোবর বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

কক্সবাজার সদর উপজেলায় ১৭টিতে প্রতিমা পূজা ও ১১টি ঘট পূজা, ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতিমা পূজা ও ৯টিতে ঘট পূজা, কক্সবাজার পৌরসভায় ১১টিতে প্রতিমা পূজা ও ১০টিতে ঘট পূজা, রামু উপজেলায় ২২টিতে প্রতিমা পূজা ও ১০টিতে ঘট পূজা, চকরিয়া উপজেলায় (পৌরসভাসহ) ৪৮টিতে প্রতিমা পূজা ও ৪৩টিতে ঘট পূজা, পেকুয়া উপজেলায় পাঁচটিতে প্রতিমা পূজা ও চারটিতে ঘট পূজা, কুতুবদিয়া উপজেলায় ১৩টিতে প্রতিমা পূজা ও ৩২টিতে ঘট পূজা, মহেশখালী উপজেলায় (পৌরসভাসহ) একটিতে প্রতিমা পূজা ও ৩০টিতে ঘট পূজা, উখিয়া উপজেলায় সাতটিতে প্রতিমা পূজা ও আটটিতে ঘট পূজা, টেকনাফ উপজেলায় ছয়টিতে প্রতিমা পূজা ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটিতে প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজার এসব তথ্য জানায় জেলা পূজা উদযাপন পরিষদ। 

এদিকে, রোহিঙ্গা দুর্বৃত্ত, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং ধর্মান্ধতার কারণে কক্সবাজারে এবারের দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। জেলার তিন উপজেলায় ১৮টি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের তালিকা করে জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে মণ্ডপগুলো সিসিটিভি ক্যামরার আওতায় আনা হয়েছে। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্যাম্পের পাশের মণ্ডপসহ সাতটি, শহরের কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের কারণে বৈদ্যঘোনা, গোলদিঘির পাড় ও বিজিবি ক্যাম্পসহ পাঁচটি এবং পেকুয়া উপজেলার ছয়টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ বলেন, দুর্গাপূজা শুরু হয়েছে। এই উৎসবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক দৃষ্টি রাখছি আমরা।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কর বলেন, এবার জেলায় ১৮টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কয়েকটি মণ্ডপের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। পূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
পূজার সময় গুরুতর আহত ৩ জন সুস্থ আছেন: মিটফোর্ড পরিচালক
বিএনপির সরকারের সময় মন্দিরে পাহারা লাগতো না: মির্জা আব্বাস
গোপালগঞ্জের শতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল