X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডুবেছে দুটি জাহাজ, নিখোঁজ ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০২২, ২৩:১৬আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

চট্টগ্রামের কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ নামে একটি জাহাজ ডুবে যায়। এটি র‌্যাংগস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেনকনের মালিকানাধীন। এই জাহাজের সাত জন নিখোঁজ রয়েছেন।

অপরদিকে, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাগফিরাত জাহাজটি ডুবে সাত জন নিখোঁজ রয়েছেন। ডকইয়ার্ডে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২ নম্বর বয়ার সঙ্গে লেগে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে। এ সময়ে নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বন্দরের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করবে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধারকাজ চালাবে।’

ওসি আরও বলেন, ‘এফবি মাগফিরাতের নিখোঁজ সাত জন হলেন জাহাজের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশিং মাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া।’

চট্টগ্রামে ডুবেছে দুটি জাহাজ, নিখোঁজ ১৩

চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ফিশিং জাহাজের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। নিখোঁজদের কারও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’

বাংলাদেশ লাইটার জাহাজ ইউনিয়নের সচিব এস এম রনি বলেন, ‘বঙ্গোপসাগরের বহির্নোঙরে একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি সুলতান সানজা জাহাজটি ডুবে গেছে। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজ থেকে তিন জনকে উদ্ধার করেছে। জাহাজটিতে থাকা আরও ছয় জনের খোঁজ মেলেনি। তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের টিম কাজ করছে।’

চট্টগ্রাম বন্দর কন্ট্রোল রুম সূত্র জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙরে ডুবে যাওয়া এমভি সুলতান সানজা জাহাজটিতে পাথর ছিল। ওই জাহাজের ছয় জন নিখোঁজ রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
রাজশাহীতে পদ্মা নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠলো কিশোরের লাশ
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা