X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ডুবেছে দুটি জাহাজ, নিখোঁজ ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০২২, ২৩:১৬আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

চট্টগ্রামের কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ নামে একটি জাহাজ ডুবে যায়। এটি র‌্যাংগস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেনকনের মালিকানাধীন। এই জাহাজের সাত জন নিখোঁজ রয়েছেন।

অপরদিকে, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাগফিরাত জাহাজটি ডুবে সাত জন নিখোঁজ রয়েছেন। ডকইয়ার্ডে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২ নম্বর বয়ার সঙ্গে লেগে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে। এ সময়ে নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বন্দরের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করবে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধারকাজ চালাবে।’

ওসি আরও বলেন, ‘এফবি মাগফিরাতের নিখোঁজ সাত জন হলেন জাহাজের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশিং মাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া।’

চট্টগ্রামে ডুবেছে দুটি জাহাজ, নিখোঁজ ১৩

চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ফিশিং জাহাজের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। নিখোঁজদের কারও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’

বাংলাদেশ লাইটার জাহাজ ইউনিয়নের সচিব এস এম রনি বলেন, ‘বঙ্গোপসাগরের বহির্নোঙরে একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি সুলতান সানজা জাহাজটি ডুবে গেছে। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজ থেকে তিন জনকে উদ্ধার করেছে। জাহাজটিতে থাকা আরও ছয় জনের খোঁজ মেলেনি। তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের টিম কাজ করছে।’

চট্টগ্রাম বন্দর কন্ট্রোল রুম সূত্র জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙরে ডুবে যাওয়া এমভি সুলতান সানজা জাহাজটিতে পাথর ছিল। ওই জাহাজের ছয় জন নিখোঁজ রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
সিমেন্টের কাঁচামাল নিয়ে পশুর নদে জাহাজডুবিএখনও শুরু হয়নি ডুবে যাওয়া জাহাজের উদ্ধারকাজ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক