X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ধর্মঘটের শঙ্কা নিয়ে কুমিল্লায় হাজির বিএনপির নেতাকর্মীরা 

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৪ নভেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:৩৬

মাত্র একদিন পরেই কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ। অন্যসব সমাবেশের মতো কুমিল্লা বিভাগের বিএনপি নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ধর্মঘটের শঙ্কা। এ অবস্থায় সমাবেশের দু’দিন আগেই কুমিল্লায় হাজির হচ্ছেন তারা। ইতোমধ্যে কুমিল্লার পাশের পাঁচ জেলাসহ মোট ছয় জেলার কয়েক হাজার নেতাকর্মী কুমিল্লায় পৌঁছে গেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। 

সরেজমিনে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের টাউন হল মাঠ ঘুরে দেখা গেছে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী ভিড় জমিয়েছেন। বেশিরভাগের হাতেই ব্যাগ। এদের মধ্যে বেশিরভাগই যুবক, আছেন বৃদ্ধও। 

তরুণ-যুবকদের পাশাপাশি অনেক বয়স্ক নেতাকর্মীও শীত উপেক্ষা করে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন তাদের কাছে আগেভাগেই সমাবেশস্থলে আসার কারণ জানতে চাইলে জানান, অনেকেই কুমিল্লার বিভিন্ন উপজেলা ও অন্যান্য জেলা থেকে কুমিল্লায় এসেছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থেকে এসেছেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মজনু মিয়া মেম্বার। তিনি বলেন, সব সমাবেশের আগেই সরকার গাড়ি বন্ধ করে দেয়। তাই চলে আসছি আগে আগে। একটা ভয়তো কাজ করেই। কারণ সরকার কখন কি কইরা বসে বলা যায় না। তবুও আমরা এখান থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যাচ্ছি না। এখানেই থাকবো। থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

তার সঙ্গে এসেছেন মো. ইউনুস মিয়া নামের আরেক নেতা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজ রাতের মধ্যে কুমিল্লায় এসে পৌঁছাবে ১০ হাজার নেতাকর্মী। কালও আসবে, পড়শু সমাবেশ সফলভাবে শেষ করে ঘরে ফিরবো। 

 লক্ষ্মীপুর জেলা থেকে আসা এক নেতা বলেন, আমরা সমাবেশ সফল করেই ঘরে যাবো। আমাদের শত শত নেতাকর্মী চলে এসেছেন, শহরেই আছেন। বাস বন্ধ হওয়ার আগেই চলে এসেছি তাই স্বস্তি লাগছে।

চাঁদপুর থেকে আসা বিএনপি নেতা ফখরুল বলেন, বাস বন্ধ করে আর লাভ হবে না। আমরা সবাই কুমিল্লায় অবস্থান নেবো। সমাবেশ সফল করতে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মী কুমিল্লার বিভিন্ন যায়গায় অবস্থান নিয়েছেন। আমরা রাতের খাবারের জন্য কিছুক্ষণ পরই যাবো। আমাদের আতঙ্ক ছিল বাস বন্ধের। এখন আমরা কুমিল্লায় পৌঁছে গেছি, আর সমস্যা নেই। কাল ট্রেন ও বাসে কুমিল্লায় আসবেন আরও নেতাকর্মী।

এদিকে পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে জেলার বাস মালিক সমিতির সভাপতি কবির আহমেদ বলেন, ‘আমাদের কোনও দাবি নেই। তাহলে কেন ধর্মঘট করবো। কখনও আমরা ধর্মঘট করিনি। বিএনপির সমাবেশকে কেন্দ্র করেও হবে না।’ 

 বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বাস বন্ধের কোনও খবর এখনও আসেনি। আর বাস বন্ধ করেও লাভ হবে না। নেতাকর্মীরা কুমিল্লায় চলে আসছেন। যে করেই হোক নেতাকর্মীরা কুমিল্লায় পৌঁছাবেন। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়ার খবর আসছে। তবে বলবো আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই। এবারের সমাবেশে কুমিল্লায় ইতিহাস হবে। নেতাকর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। 

সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বলেন, বিএনপি নেতাকর্মীদের জন্য সব ব্যবস্থা করা আছে। তাদের খাওয়া থাকার ব্যবস্থাও করা হয়েছে। এবারের সমাবেশ হবে কুমিল্লার সবচেয়ে বড় সমাবেশ। ধর্মঘট দিলে কাজ হবে না। বিএনপি নেতাকর্মীরা কুমিল্লায় আসবেই। 



/টিটি/
সম্পর্কিত
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
খুলনা মহানগর মহিলা দলের থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
সর্বশেষ খবর
নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ