X
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
১১ অগ্রহায়ণ ১৪২৯

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৫ নভেম্বর ২০২২, ১৬:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭:২৯

আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে দুদিন আগে থেকেই নেতাকর্মীরা কুমিল্লায় অবস্থান নিয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে ঢুকছেন নেতাকর্মীরা। এদিকে, মঞ্চ তৈরির কাজ চলছে জোরেশোরে। মঞ্চ তৈরির পাশাপাশি মাইক লাগানো ও সংযোগ দিতেও কাজ করছেন শ্রমিকরা।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা

সরেজমিনে কুমিল্লার টাউন হল মাঠ ঘুরে দেখা গেছে, নামাজ আদায়ের পরেই কুমিল্লার বিভিন্ন মসজিদ, উপজেলা ও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠের দিকে ঢুকছেন। এ সময় তাদেরকে মিছিল করতে দেখা গেছে। মাঠের কোনায় কর্মীদের খাবার দিচ্ছেন নেতারা। এদিকে, সমাবেশস্থলের একটু দূরে কুমিল্লা ঈদগাহ মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করতেও দেখা গেছে। 

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা

মিছিল নিয়ে এসেছেন কুমিল্লার লাকসামের সাবেক এমপি ও বিএনপি নেতা কর্নেল আনোয়ারুল আজিম। তিনি বলেন, কর্মীদের নিয়ে এসেছি। তিন দিন ধরেই মাঠে আছি। আজও নেতাকর্মীরা এসেছে মিছিল নিয়ে। তাদের খাবারের ব্যবস্থা করেছি। সব নেতাকর্মী মাঠে আসছেন। মাঠ মুখর হয়ে উঠেছে। আজ রাতেই ভরপুর হয়ে যাবে কুমিল্লা শহর। কাল সরকার পতনের ডাক এখান থেকেই হবে।

চাঁদপুরের নেতাকর্মীদের মিছিলে আসা শাহেদুজ্জামান নামে এক বিএনপি নেতা বলেন, কাল রাতেও নেতাকর্মী এসেছে। আজ আমরা মিলন ভাইয়ের নেতৃত্বে এসেছি। আমাদের এখানে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী আছে। কাল আরও হাজার হাজার নেতাকর্মী আসবে।

চলছে মঞ্চ তৈরির কাজ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে টাউনহল মাঠ। নেতাকর্মীদের কী আপ্যায়ন করবো তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করেছে। আমরা জিজ্ঞেস করলেই বলে তারা নিজেদের ব্যবস্থা করেই এসেছে।

/এফআর/
জীবন হুমকি সত্ত্বেও লং মার্চে ভাষণ দেবেন ইমরান খান
জীবন হুমকি সত্ত্বেও লং মার্চে ভাষণ দেবেন ইমরান খান
পিকআপের ধাক্কায় প্রাণ গেলো এসআইয়ের
পিকআপের ধাক্কায় প্রাণ গেলো এসআইয়ের
আগামী মাস থেকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান
আগামী মাস থেকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান
যেভাবে বঙ্গবন্ধু টানেলের অর্থায়নে ফিরিয়ে আনা হয়েছিল চীনকে
যেভাবে বঙ্গবন্ধু টানেলের অর্থায়নে ফিরিয়ে আনা হয়েছিল চীনকে
সর্বাধিক পঠিত
প্রেমের টানে পেরু যাওয়া নারীর অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিলো প্রেমিক
প্রেমের টানে পেরু যাওয়া নারীর অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিলো প্রেমিক
সচিব সভায় ১০ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী
সচিব সভায় ১০ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী
নিষিদ্ধ হচ্ছেন রাশমিকা!
নিষিদ্ধ হচ্ছেন রাশমিকা!
তেহরানকে রাজি করালো ঢাকা, আইওরা’র ডায়ালগ পার্টনার সৌদি
তেহরানকে রাজি করালো ঢাকা, আইওরা’র ডায়ালগ পার্টনার সৌদি
পাঁচ বছরের আয়াতকে হত্যার পর ৬ টুকরো করে আবির
পাঁচ বছরের আয়াতকে হত্যার পর ৬ টুকরো করে আবির