X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অটোরিকশা বিক্রির বকশিশ নিয়ে বিরোধের জেরে চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ডিসেম্বর ২০২২, ১৬:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হেলাল উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৫ ডিসেম্বর) রাতে মহানগরের বাকলিয়া থানার নতুন সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা হত্যার দায় স্বীকার করেছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো—মোহাম্মদ বখতিয়ার (২৭), মো. ইলিয়াস (৩৫) ও মনির আহম্মদ প্রকাশ মেহেরাজ (২৬)। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, হত্যার শিকার হেলাল উদ্দিন পেশায়  অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজহোগলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বোয়ালখালীর জমাদারহাট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে অটোরিকশা চালাতেন। অটোরিকশা চালানোর সুবাদে ইলিয়াসের সঙ্গে তার পরিচয় হয়। ইলিয়াস পেশায় অটোরিকশা গ্যারেজের মিস্ত্রি। 

চার মাস আগে মামাতো ভাইয়ের একটি অটোরিকশা বিক্রির জন্য হেলালের সহযোগিতা চায় ইলিয়াস। অটোরিকশা বিক্রি করে দিতে পারলে ইলিয়াসের মামাতো ভাই তাদের দুই জনকে পাঁচ হাজার টাকা বকশিশ দেওয়ার কথা বলেন। পরে ইলিয়াস ও হেলাল এক লাখ ৫৫ হাজার টাকায় সেটি বিক্রি করে। এ সময় ইলিয়াসের মামাতো ভাই খুশি হয়ে তাকে কিছু টাকা বকশিশ দেন। ওই টাকা থেকে ইলিয়াস কিছু রেখে বাকি এক হাজার টাকা হেলালকে দেয়। তখন হেলাল ইলিয়াসকে বলেন, ‘‘তোকে পাঁচ হাজার টাকা দিয়েছে, আর আমাকে মাত্র এক হাজার টাকা দিলি কেন?’ এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একে-অপরকে মারধর করে। 

এই ঘটনার পর ইলিয়াস প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। তার পূর্বপরিচিত অটোরিকশাচালক  বখতিয়ার ও মনির আহম্মদ ওরফে মেহেরাজকে ভাড়া করে হেলালকে হত্যার পরিকল্পনা করে। অটোরিকশা বেচা-কেনার কথা বলে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় হেলালকে বোয়ালখালী পৌরসভার সিও অফিস সংলগ্ন একটি সিএনজি স্টেশনে আসতে বলে ইলিয়াস। এরপর হেলাল অটোরিকশা নিয়ে সেখানে গেলে ইলিয়াসের সঙ্গে কথা হয়। তখন অটোরিকশা কেনার কথা বলে তাকে বোয়ালখালী থানার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের পোস্ট অফিস সড়ক থেকে একটু দুর্গম এলাকায় নিয়ে যায়। পূর্বপরিকল্পিতভাবে আরও একটি অটোরিকশা নিয়ে বখতিয়ার ও মেহেরাজ সেখানে যায়। তারা উল্লেখিত স্থানে একত্রিত হওয়ার পর হেলালকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এরপর বখতিয়ার লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মেহেরাজ তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পিঠে আঘাত করে। ইলিয়াস অটোরিকশা থেকে হাতুড়ি নিয়ে এসে হেলালের মাথায় উপুর্যপরি আঘাত করতে থাকে। হেলালের মৃত্যু নিশ্চিত করে ইলিয়াস অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে ইলিয়াসের দুই সহযোগী বখতিয়ার ও মেহেরাজ লাশ পাশের একটি ধানক্ষেতে রেখে দেয়।

নূরুল আবছার জানান, এ ঘটনায় গত ৪ ডিসেম্বর হেলাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে বোয়ালখালী থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। হেলালের স্ত্রী ৪ ডিসেম্বর অধিনায়ক র‌্যাব-৭ বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ও ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে বাকলিয়া থানার নতুন সেতু এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে হেলাল উদ্দিনকে হত্যার কথা স্বীকার করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল